ঢাকা, সোমবার, ২২ বৈশাখ ১৪৩২, ০৫ মে ২০২৫, ০৭ জিলকদ ১৪৪৬

জাতীয়

পর্যটন দিবস উপলক্ষে ছবি তুলে পুরস্কার পেলেন ৩ আলোকচিত্রী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৪১, সেপ্টেম্বর ২৭, ২০২৩
পর্যটন দিবস উপলক্ষে ছবি তুলে পুরস্কার পেলেন ৩ আলোকচিত্রী

ঢাকা: বিশ্ব পর্যটন দিবস উপলক্ষ্যে ট্যুরিস্ট পুলিশ আয়োজিত ফটোগ্রাফি প্রতিযোগিতায় বিজয়ী ৩ আলোকচিত্রীকে পুরস্কৃত করা হয়েছে।

বুধবার (২৭ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁও-এ বাংলাদেশ ফেস্টিভ্যালের উদ্বোধনী অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন ট্যুরিস্ট পুলিশের প্রধান অতিরিক্ত আইজিপি হাবিবুর রহমান।

ফটোগ্রাফি প্রতিযোগিতায় বিচারকদের নম্বর এবং অনলাইন ভোটে প্রথম স্থান অধিকার করেন মোহাম্মদ আনিসুর রহমান, দ্বিতীয় স্থান অধিকার করেন জনাব মোঃ আল আমিন এবং তৃতীয় পুরস্কার জাহিদ হাসান তুষার। অনুষ্ঠানে ট্যুরিস্ট পুলিশ প্রধান বিজয়ীদের হাতে সার্টিফিকেট, ক্রেস্ট এবং নগদ অর্থ পুরস্কার তুলে দেন। এছাড়াও অনলাইনে সর্বোচ্চ ভোটপ্রাপ্ত ছবির আলোকচিত্রী  মোঃ ইমরান হোসেন মোল্লার হাতে ক্রেস্ট তুলে দেওয়া হয়।

বাংলাদেশ সময়:১৭৩৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০২৩
এমকে/এমএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।