ঢাকা, রবিবার, ২৮ বৈশাখ ১৪৩২, ১১ মে ২০২৫, ১৩ জিলকদ ১৪৪৬

জাতীয়

যাত্রাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:১৯, সেপ্টেম্বর ২৪, ২০২৩
যাত্রাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

ঢাকা: রাজধানীর যাত্রাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় রাসেল মিয়া (২৯) নামে এক যুবক নিহত হয়েছেন।

শনিবার (২৩ সেপ্টেম্বর) রাতে যাত্রাবাড়ীর দনিয়া কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে।

রাসেল যাত্রাবাড়ী নয়ানগর এলাকায় থাকতেন। তার বাবার নাম বকুল মিয়া।

যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আমিরুল ইসলাম বাংলানিউজকে জানান, শনিবার রাতে দনিয়া কলেজের সামনের রাস্তা পার হচ্ছিলেন ওই যুবক। এ সময় অজ্ঞাত যানবাহন তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে দ্রুত তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে দ্রুত তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে রাত দেড়টার দিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি জানান, কোন যানবাহন এ দুর্ঘটনা ঘটিয়েছে তা আশপাশের কেউ জানাতে পারেনি। তবুও গাড়িটি শনাক্তের চেষ্টা চলছে।

বাংলাদেশ সময়: ১১১৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০২৩
এজেডএস/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।