ঢাকা, রবিবার, ২৮ বৈশাখ ১৪৩২, ১১ মে ২০২৫, ১৩ জিলকদ ১৪৪৬

জাতীয়

সালাউদ্দিন জাকীর মৃত্যুতে পররাষ্ট্রমন্ত্রীর শোক

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:১৮, সেপ্টেম্বর ২২, ২০২৩
সালাউদ্দিন জাকীর মৃত্যুতে পররাষ্ট্রমন্ত্রীর শোক

ঢাকা: চলচ্চিত্র নির্মাতা, বাংলাদেশ টেলিভিশনের সাবেক মহাপরিচালক সৈয়দ সালাহউদ্দিন জাকীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন।

শুক্রবার (২২ সেপ্টেম্বর) এক শোকবার্তায় তিনি মরহুম সালাউদ্দিন জাকীর রূহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

ড. মোমেন বলেন, সৈয়দ সালাউদ্দিন জাকী একজন অসাধারণ প্রতিভাবান নির্মাতা ছিলেন। চলচ্চিত্র ও নাটক নির্মাণসহ লেখক হিসেবেও তিনি সুপরিচিত ছিলেন। তিনি তার সৃষ্টিকর্মের মধ্যে বেঁচে থাকবেন।

উল্লেখ্য, সোমবার ঢাকায় একটি হাসপাতালে সৈয়দ সালাহউদ্দিন জাকী শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৭ বছর।

বাংলাদেশ সময়: ২১১৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০২৩
টিআর/এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।