ঢাকা, শুক্রবার, ১৬ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

মানিকগঞ্জে হেরোইনসহ দম্পতি আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪১ ঘণ্টা, সেপ্টেম্বর ৮, ২০২৩
মানিকগঞ্জে হেরোইনসহ দম্পতি আটক

মানিকগঞ্জ: মানিকগঞ্জ সদর উপজেলায় মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ৪০ গ্রাম হেরোইনসহ দম্পতিকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

শুক্রবার (০৮ সেপ্টেম্বর) সকালের দিকে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) কার্যালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আটকরা হলেন, মানিকগঞ্জ সদর উপজেলার নতুন বসতি এলাকার এসএম আবুল হোসেনের ছেলে এসএম শরিফ হোসেন (৪৮) এবং তার স্ত্রী লতা বেগম (৪০)।

জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের ইনচার্জ আবুল কালাম বলেন, গোপন তথ্যের ভিত্তিতে সদর উপজেলার নতুন বসতি এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয়। এ সময় ৪০ গ্রাম হেরোইনসহ ওই দম্পতিকে আটক করা হয়। জব্দকৃত মাদকের আনুমানিক বর্তমান বাজার মূল্য ৪ লাখ ১৫ হাজার টাকা। তাদের বিরুদ্ধে আদালতে একাধিক মামলা বিচারাধীন আছে। এছাড়া তাদের মানে নতুন করে সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

বাংলাদেশ সময়: ১১৩৯ ঘণ্টা, সেপ্টেম্বর ৮, ২০২৩
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।