ঢাকা, সোমবার, ৩ আষাঢ় ১৪৩১, ১৭ জুন ২০২৪, ০৯ জিলহজ ১৪৪৫

জাতীয়

সৈয়দপুরে বঙ্গবন্ধুর ম্যুরালে ফুল দিয়ে শ্রদ্ধা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৫ ঘণ্টা, আগস্ট ১৫, ২০২৩
সৈয়দপুরে বঙ্গবন্ধুর ম্যুরালে ফুল দিয়ে শ্রদ্ধা

নীলফামারী: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোকদিবস উপলক্ষে নীলফামারীর সৈয়দপুরে বঙ্গবন্ধুর ম্যুরালে শ্রদ্ধা জানিয়েছে উপজেলা প্রশাসন এবং আওয়ামী লীগ।  

মঙ্গলবার ( ১৫ আগস্ট) সকালে উপজেলার প্রতিটি ভবনে জাতীয় ও কালো পতাকা উত্তোলন করা হয়।

সকালে উপজেলা আওয়ামী লীগ কার্যালয় ও উপজেলা পরিষদ চত্বরে অবস্থিত বঙ্গবন্ধুর ম্যুরালে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।  

এরপর সৈয়দপুর উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা হয়। এতে প্রধান ছিলেন সংরক্ষিত আসনের সংসদ সদস্য (এমপি) রাবেয়া আলীম।  

সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফয়সাল রায়হানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন সৈয়দপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোখছেদুল মোমিন, সৈয়দপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সারোআর আলম, সহকারী কমিশনার (ভূমি) আমিনুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মহসিনুল হকসহ অনেকে।  

এছাড়া বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালন করেছে।
 
বাংলাদেশ সময়: ১৭০৫ ঘণ্টা, আগস্ট ১৫, ২০২৩
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।