ঢাকা, বৃহস্পতিবার, ২ শ্রাবণ ১৪৩২, ১৭ জুলাই ২০২৫, ২১ মহররম ১৪৪৭

জাতীয়

গুলিস্তানে সংঘর্ষে নিহত যুবকের পরিচয় মিলেছে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩:১৯, জুলাই ২৮, ২০২৩
গুলিস্তানে সংঘর্ষে নিহত যুবকের পরিচয় মিলেছে

ঢাকা: শান্তি সমাবেশ শেষে রাজধানীর গুলিস্তানে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে ধারালো অস্ত্রের আঘাতে নিহত যুবকের পরিচয় পাওয়া গেছে। তার নাম রেজাউল করিম।

তিনি শেরপুরের নকলা উপজেলার নারায়ণখোলা পশ্চিম গ্রামের আব্দুস সাত্তারের ছেলে।

শুক্রবার (২৮ জুলাই) রাতে এ তথ্য নিশ্চিত করে পল্টন থানার পরিদর্শক (তদন্ত) সেন্টু মিয়া জানান, তথ্যপ্রযুক্তির মাধ্যমে নিহত যুবকের পরিচয় শনাক্ত করা হয়েছে। তার নাম রেজাউল করিম। তবে তার কোনো আত্মীয়-স্বজন পাওয়া যায়নি। এছাড়া তার ব্যবহৃত মোবাইল ফোনটি পুলিশের কাছে আছে। বিস্তারিত পরিচয় জানার জন্য সিআইডির ক্রাইমসিন ইউনিট তার আঙুলের ছাপ নিয়েছে।

বাংলাদেশ সময়: ২৩১৩ ঘণ্টা, জুলাই ২৮, ২০২৩
এজেডএস/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।