ঢাকা, বৃহস্পতিবার, ২ শ্রাবণ ১৪৩২, ১৭ জুলাই ২০২৫, ২১ মহররম ১৪৪৭

জাতীয়

রেলের উন্নয়নে যুক্তরাজ্যের সহযোগিতা চান প্রধানমন্ত্রী

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:৪২, জুলাই ২৭, ২০২৩
রেলের উন্নয়নে যুক্তরাজ্যের সহযোগিতা চান প্রধানমন্ত্রী ছবি: পিআইডি

ঢাকা: বাংলাদেশের রেল সেক্টরের উন্নয়নে যুক্তরাজ্যের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার (২৭ জুলাই) সন্ধ্যায় গণভবনে শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন সাবেক যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী, ‘ইনস্টিটিউট ফর গ্লোবাল চেঞ্জ’ এর নির্বাহী চেয়ারম্যান টনি ব্লেয়ার।

এ সাক্ষাতে শেখ হাসিনা এ সহযোগিতা চান।

পরে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের ব্রিফ করেন।

শেখ হাসিনা বলেন, রেলওয়ে সেক্টরের উন্নয়নে যুক্তরাজ্য সহযোগিতা করলে বাংলাদেশ খুশি হবে।

সাক্ষাতে টনি ব্লেয়ার প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের আর্থ-সামাজিক ও অবকাঠামো উন্নয়নের ভূয়সী প্রশংসা করেন।

তিনি বলেন, এসব উন্নয়ন আগামী দিনগুলোতে বাংলাদেশের সার্বিক অগ্রগতিকে আরও গতিশীল করবে।

শেখ হাসিনা বলেন, তার সরকারের লক্ষ্য ২০৪১ সালের মধ্যে উন্নত বাংলাদেশ গড়া।

সরকার তথ্য ও যোগাযোগ প্রযুক্তির উন্নয়নকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে বলে জানান প্রধানমন্ত্রী।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- প্রধানমন্ত্রীর অ্যাম্বাসেডর অ্যাট লার্জ মোহাম্মদ জিয়াউদ্দিন, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়া।

বাংলাদেশ সময়: ২১৩৮ ঘণ্টা, জুলাই ২৭, ২০২৩
এমইউএম/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।