ঢাকা, শনিবার, ২৬ বৈশাখ ১৪৩২, ১০ মে ২০২৫, ১২ জিলকদ ১৪৪৬

জাতীয়

কুষ্টিয়ায় পানিতে ডুবে মাদরাসাছাত্রের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:৫৯, জুলাই ২৫, ২০২৩
কুষ্টিয়ায় পানিতে ডুবে মাদরাসাছাত্রের মৃত্যু প্রতীকী ছবি

কুষ্টিয়া: কুষ্টিয়া শহরের মঙ্গলবাড়ীয়া এলাকায় পুকুরের পানিতে ডুবে সাব্বির হোসেন (১০) নামে মাদরাসাছাত্রের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২৫ জুলাই) বিকেলে মঙ্গলবাড়ীয়া এলাকার ‘আশরাফুল ইসলাম মাদ্রাসা’র পাশের একটি পুকুরে এ ঘটনা ঘটে।

সাব্বির জেলা সদর উপজেলার বাড়াদী উত্তরপাড়ার সিদ্দিক হোসেনের ছেলে। সাব্বির ওই মাদরাসার আবাসিক ছাত্র ছিল।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে মাদরাসায় পড়া শেষ করে তার কক্ষে যায় সাব্বির। পরে অন্য শিক্ষার্থীরা পুকুরপাড়ে খেলতে গিয়ে পুকুরের পানিতে সাব্বিরকে ভাসতে দেখে স্থানীয়দের জানায়। স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

বাংলাদেশ সময়: ২২৫৮ ঘণ্টা, জুলাই ২৫, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।