ঢাকা, শুক্রবার, ২ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৭ মে ২০২৪, ০৮ জিলকদ ১৪৪৫

জাতীয়

কা‌শিয়ানীতে মোটরসাইকেল দুর্ঘটনায় অবসরপ্রাপ্ত বি‌জি‌বি সদস্য নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫০ ঘণ্টা, জুলাই ১৮, ২০২৩
কা‌শিয়ানীতে মোটরসাইকেল দুর্ঘটনায় অবসরপ্রাপ্ত বি‌জি‌বি সদস্য নিহত

গোপালগঞ্জ: গোপালগঞ্জের কাশিয়ানীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ওয়াহিদুল ইসলাম (৬০) নামে এক অবসরপ্রাপ্ত বিজিবি সদস্য নিহত হয়েছেন।

মঙ্গলবার (১৮ জুলাই) সকাল ১১টার দিকে কা‌শিয়ানী উপ‌জেলার পোনা বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ওয়াহিদুল ইসলামের বাড়ি নড়াইল জেলার লোহাগড়া উপজেলার দিঘলিয়া ইউনিয়নের নোয়াগ্রামে। তিনি বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) অবসরপ্রাপ্ত সদস্য।

গোপালগ‌ঞ্জের ভাটিয়াপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মো. শরিফুল ইসলাম জানান, ওয়াহিদুল ইসলাম সকালে মোটরসাইকেল চালিয়ে ঢাকা থেকে বাড়ি ফিরছিলেন। পথে পোনা বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের রেলিংয়ের সঙ্গে মোটরসাইকেল নিয়ে ধাক্কা খেয়ে গুরুতর আহত হন তিনি। এ অবস্থায় স্থানীয়রা ওয়াহিদুল ইসলামকে উদ্ধার করে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, ওয়াহিদুল ইসলামের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭৪৭ ঘণ্টা, জুলাই ১৮, ২০২৩
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।