ঢাকা, মঙ্গলবার, ১৭ বৈশাখ ১৪৩১, ৩০ এপ্রিল ২০২৪, ২০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বন্ধুর বিয়েতে গিয়ে হাওরে ডুবে প্রাণ গেল ২ তরুণের

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৬ ঘণ্টা, জুলাই ৪, ২০২৩
বন্ধুর বিয়েতে গিয়ে হাওরে ডুবে প্রাণ গেল ২ তরুণের

কিশোরগঞ্জ: বন্ধুর বিয়ে উপলক্ষে কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলায় গিয়ে হাওরে গোসল করতে নেমে দুই বন্ধুর মৃত্যু হয়েছে।  

মঙ্গলবার (৪ জুলাই) দুপুরে উপজেলার মরিচখালী এলাকার বড় হাওরে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন-ঢাকার তেজগাঁও নাখালপাড়া এলাকার কামাল উদ্দিনের ছে‌লে শরফু‌দ্দিন রাফু (২৪) ও একই এলাকার লাল মিয়ার ছে‌লে লিমন ইসলাম (২৩)। নিহত রাফু ঢাকা কলেজের মাস্টার্সের ছাত্র ও লিমন মু‌ন্সিগঞ্জ প‌লি‌টে‌নিক ইনস্টিটিউটের ছাত্র বলে জানা গেছে।  

স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার (৩ জুলাই) করিমগঞ্জ উপ‌জেলার গুণধর ক‌দিমমাইজহা‌টি গ্রামে বন্ধু তৌ‌কি‌রের বি‌য়ে‌ উপলক্ষে বেড়াতে আসেন রাফু ও লিমনসহ ছয় বন্ধু। মঙ্গলবার (৪ জুলাই) দুপুরে তৌকিরদের বাড়ির সামনের বড় হাওরে সব বন্ধু গোসল করতে নামেন। গোসলের একপর্যায়ে রাফু, লিমন ও তৌকির পানিতে তলিয়ে যান। পরে বাড়ির লোকজন টের পেয়ে তাদের পানি থেকে উদ্ধার করে কি‌শোরগ‌ঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মে‌ডি‌কেল ক‌লেজ হাসপাতা‌লে নেওয়া হয়। এসময় চিকিৎসক রাফু ও লিমনকে মৃত ঘোষণা ক‌রেন। আর তৌ‌কির‌কে পরে কি‌শোরগঞ্জ ২৫০ শয্যা জেনা‌রেল হাসপাতা‌লে ভ‌র্তি করা হয়।  

করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামছুল আলম সিদ্দিকী বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।  

বাংলাদেশ সময়: ১৯৩৮ ঘণ্টা, জুলাই ০৪, ২০২৩
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।