ঢাকা, বুধবার, ১ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৫ মে ২০২৪, ০৬ জিলকদ ১৪৪৫

জাতীয়

বগুড়ায় বজ্রপাতে নববধূর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৩ ঘণ্টা, জুন ২১, ২০২৩
বগুড়ায় বজ্রপাতে নববধূর মৃত্যু বাংলানিউজ ফাইল ছবি

বগুড়া: বগুড়ার শেরপুর উপজেলায় বজ্রপাতে ফাতেমা বেগম (৩০) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।  

বুধবার (২১ জুন) বিকেলে উপজেলার খামারকান্দি ইউনিয়নের খোকসাগাড়ী বিল এলাকায় এ ঘটনা ঘটে।

 

নিহত ফাতেমা ওই ইউনিয়নের মাগুড়াইর গ্রামের বাবু ওরফে রনি মিয়ার স্ত্রী।

স্থানীয় সূত্র জানায়, দুই মাস আগে ফাতেমার বিয়ে হয়। বুধবার বিকেলে বৃষ্টি শুরু হলে বাড়ির পাশে খোকসাগাড়ী বিলে হাঁস আনতে যান ওই গৃহবধূ। ফেরার পথে বজ্রপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।  

শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবু কুমার সাহা জানান, নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা করা হয়েছে।  

বাংলাদেশ সময়: ২০৫২ ঘণ্টা, জুন ২১, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।