ঢাকা, সোমবার, ১৫ বৈশাখ ১৪৩১, ২৯ এপ্রিল ২০২৪, ১৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

রথযাত্রায় এসে বাড়ি ফেরা হলো না লিপির

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৮ ঘণ্টা, জুন ২১, ২০২৩
রথযাত্রায় এসে বাড়ি ফেরা হলো না লিপির

ঝালকাঠি: ঝালকাঠিতে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় অনুষ্ঠান শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা উৎসবে এসে স্টোক করে লিপি শীল (৩৫) নামে এক নারী নিহত হয়েছেন।

মঙ্গলবার (২০ জুন) বিকেল ৫টার দিকে শহরের লোকনাথ মন্দিরের সামনে রথযাত্রা অনুষ্ঠানে স্টোক করেন তিনি।

নিহত লিপি শীল শহরের কালিবাড়ী রোড এলাকার মৃত ভূবন চন্দ্র শীলের মেয়ে।

বিষয়টি ঝালকাঠি সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. হাবিবুর রহমান নিশ্চিত করেছেন।  

ডা. হাবিবুর রহমান জানান, রথযাত্রা অনুষ্ঠানে এসে তিনি অসুস্থ হয়ে পড়লে তাকে উদ্ধার করে হাসপাতালে আনার আগেই তিনি মারা যান। ধারণা করা হচ্ছে তিনি স্ট্রোক মারা গেছেন।

ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)নাসির উদ্দিন সরকার বলেন, ওই নারী আগে থেকেই অসুস্থ ছিল। রথযাত্রায় এসে আরও অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।  

বাংলাদেশ সময়: ১০৩৬ ঘণ্টা, জুন ২১, ২০২৩
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।