ঢাকা, সোমবার, ২৯ বৈশাখ ১৪৩২, ১২ মে ২০২৫, ১৪ জিলকদ ১৪৪৬

জাতীয়

মেয়েকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-ছেলের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:১৫, জুন ৭, ২০২৩
মেয়েকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-ছেলের মৃত্যু

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার ভোলাইলে মেয়েকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা ও ছেলের মৃত্যু হয়েছে।

বুধবার (৭ জুন) সন্ধ্যা ৭টায় ফতুল্লার ভোলাইল বাজারে এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুজন হলেন- ছালেহা বেগম (৭০) ও তার ছেলে আবদুর রহিম (২৯)।

ছালেহার ছোট ছেলে আব্দুর জব্বার জানান, সন্ধ্যায় টিনের চালার সঙ্গে জিআই তার বাঁধার সময় বোন মালেকা বিদ্যুৎস্পৃষ্ট হলে তাকে বাঁচাতে গিয়ে তারা দুইজন বিদ্যুৎস্পৃষ্ট হয়। পরে তাদের দ্রুত উদ্ধার করে ১০০ শয্যা হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নারায়ণগঞ্জ ১০০ শয্যা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. ফরহাদ বাংলানিউজকে সত্যতা নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ২০১৫ ঘণ্টা, জুন ০৭, ২০২৩
এমআরপি/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।