ঢাকা, বৃহস্পতিবার, ২৮ ভাদ্র ১৪৩১, ১২ সেপ্টেম্বর ২০২৪, ০৮ রবিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

পদোন্নতি পেয়ে ‘প্রশাসনিক কর্মকর্তা’ হলেন ৪২ জন 

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩২ ঘণ্টা, মে ৩১, ২০২৩
পদোন্নতি পেয়ে ‘প্রশাসনিক কর্মকর্তা’ হলেন ৪২ জন 

ঢাকা: বিভিন্ন জেলা প্রশাসকের কার্যালয় ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে কর্মরত উপ-প্রশাসনিক কর্মকর্তা ও উপ-সহকারী প্রশাসনিক কর্মকর্তাদের ‘প্রশাসনিক কর্মকর্তা’ পদে পদোন্নতি দিয়েছে সরকার।

বুধবার (৩১ মে) জনপ্রশাসন মন্ত্রণালয় এক আদেশে তাদের পদোন্নতির তথ্য জানায়।

পদোন্নতিপ্রাপ্তদের তালিকা জনপ্রশাসন মন্ত্রণালয়ের ওয়েবসাইটে দেওয়া হয়েছে।  

সরকারি কর্ম কমিশন সচিবালয় গত ৭ মে উপ-প্রশাসনিক কর্মকর্তা ও উপ-সহকারী প্রশাসনিক কর্মকর্তাদের (আগের অফিস সুপারিনটেনডেন্ট, সিএ কাম-উচ্চমান সহকারী, উচ্চমান সহকারী ও সাঁটলিপিকার কাম-কম্পিউটার অপারেটর) জাতীয় বেতন স্কেল, ২০১৫ এর ১৬০০০-৩৮৬৪০ টাকা (দশম গ্রেড) বেতন স্কেলে ‘প্রশাসনিক কর্মকর্তা’ পদে পদোন্নতির সুপারিশ করে। এরপর ২৮ মে তাদের পদোন্নতি দেওয়া হয়।  

বাংলাদেশ সময়: ১৫৩২ ঘণ্টা, মে ৩১, ২০২৩
এমআইএইচ/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।