ঢাকা, শুক্রবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

উত্তরখানে পানির ট্যাংকে মিললো ২ শ্রমিকের মরদেহ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১০ ঘণ্টা, মে ২৮, ২০২৩
উত্তরখানে পানির ট্যাংকে মিললো ২ শ্রমিকের মরদেহ ছবি: প্রতীকী

ঢাকা: রাজধানীর উত্তরখানে একটি নির্মাণাধীন ভবনের রিজার্ভ পানির ট্যাংক থেকে দুই শ্রমিকের মরদেহ উদ্ধার করেছেন ফায়ার সার্ভিসের সদস্যরা।

রোববার (২৮ মে) ফায়ার সার্ভিস সদর দপ্তর থেকে ডিউটি অফিসার রোজিনা ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

 

তিনি জানান, সকাল ১০টার দিকে খবর পেয়ে উত্তরখানের বাবুর্চিমারি মোড় এলাকায় একটি নির্মাণাধীন ভবনের নিচতলায় রিজার্ভ পানির ট্যাংক থেকে দুই শ্রমিকের মরদেহ উদ্ধার করেন ফায়ার সার্ভিসের সদস্যরা।

উত্তরখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী আবুল কালাম জানান, ধারণা করা হচ্ছে, দুই শ্রমিক কাজ করতে গিয়ে রিজার্ভ পানির ট্যাংকে পড়ে মারা গেছেন। ফায়ার সার্ভিস তাদের মরদেহ উদ্ধার করেছে। তাদের নাম-ঠিকানা জানার চেষ্টা করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১২০৯ ঘণ্টা, মে ২৮, ২০২৩
এজেডএস/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।