ঢাকা, রবিবার, ২১ বৈশাখ ১৪৩২, ০৪ মে ২০২৫, ০৬ জিলকদ ১৪৪৬

জাতীয়

সাজেকে ট্রাক উল্টে শ্রমিক নিহত, আহত ১৩

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯:৩৭, মার্চ ১৪, ২০২৩
সাজেকে ট্রাক উল্টে শ্রমিক নিহত, আহত ১৩

রাঙামাটি: রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় শ্রমিক বহনকারী ট্রাক উল্টে এক শ্রমিক নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ১৩ জন শ্রমিক।

পুলিশ জানায়, সোমবার (১৩ মার্চ) রাতে উপজেলার সাজেক ইউনিয়নের উদয়পুর এলাকায় ট্রাকটি উল্টে এ প্রাণহানি ঘটে। পরে সেনাবাহিনী এবং স্থানীয়রা আহতদের উদ্ধার করে পাশের খাগড়াছড়ি জেলার দীঘিনালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করিয়ে দেয়।  

তবে হতাহতদের নাম ঠিকানা জানাতে পারেনি পুলিশ।

সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর মোহাম্মদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, হতাহত সবাই সীমান্ত সড়ক কাজের শ্রমিক।

বাংলাদেশ সময়: ০৯৩৩ ঘণ্টা, মার্চ ১৪, ২০২৩
এসআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।