ঢাকা, বৃহস্পতিবার, ২৬ বৈশাখ ১৪৩১, ০৯ মে ২০২৪, ০০ জিলকদ ১৪৪৫

জাতীয়

পাট দিবসের প্রচারে ‘অচেনা পাট পাতা’ নিয়ে বিতর্ক

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১২৫ ঘণ্টা, মার্চ ৭, ২০২৩
পাট দিবসের প্রচারে ‘অচেনা পাট পাতা’ নিয়ে বিতর্ক ৬ মার্চ পাট দিবস পালনকে কেন্দ্র করে রাজধানীতে এই ছবি দিয়ে ফেস্টুন বসানো হয়

ঢাকা: জাতীয় পাট দিবসের প্রচারে একটি পাতার ছবি ব্যবহার নিয়ে প্রশ্ন উঠেছে। অনেকেই বলছেন ছবিটি গাঁজা পাতা সদৃশ।

ছবিটি গুগল থেকে নিয়ে তাতে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের লোগো ব্যবহার করা হয়েছে। ছবির নিচে আরও লেখা রয়েছে- সৌজন্যে: বাংলাদেশ জুট মিলস অ্যাসোসিয়েশন (বিজেএমএ)।
 
৬ মার্চ পাট দিবস পালনকে কেন্দ্র করে রাজধানীতে এই ছবি দিয়ে ফেস্টুন বসানো হয়। আর সেই ছবি নিয়েই প্রশ্ন তৈরি হয়েছে মানুষের মধ্যে। ছবিতে দেখা যায়, পাটের তৈরি চটের সঙ্গে কাঁচা পাটের পাতা সদৃশ ওই পাতাটি ব্যবহার করা হয়েছে।
 
ছবিটি বিশ্লেষণ করতে গিয়ে দেখা গেছে, মূলত গুগল থেকে ছবিটি নিয়ে তাতে লোগো বসিয়ে একটি ছবি বানানো হয়। আর তা দিয়েই প্রচার করা হয় সরকারি পাটি দিবসের।
 
ছবিটির উৎস জানতে গুগল লেন্সে সার্চ দিলেই দেখা যায় একই ধরনের বেশ কয়েকটি ছবি। আর ছবির তথ্য বলছে, এই পাতা যে উদ্ভিদের তা দিয়ে এক প্রকার তন্তু তৈরি হয়।
 
বাংলোদেশ সময়: ০১২৪ ঘণ্টা, মার্চ ০৭, ২০২৩
এসএ  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।