ঢাকা, শনিবার, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৮ মে ২০২৪, ০৯ জিলকদ ১৪৪৫

জাতীয়

গোপালগঞ্জে নাচে-গানে চলছে বসন্তবরণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০২৩
গোপালগঞ্জে নাচে-গানে চলছে বসন্তবরণ

গোপালগঞ্জ: ঋতুর পরিক্রমায় এসেছে ঋতুরাজ বসন্ত। আজ মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) এস এম মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আয়োজনে স্কুল প্রাঙ্গণে বসন্তবরণ অনুষ্টানে মিলিত হন শিক্ষক-শিক্ষার্থী ও অবিভাবকরা।

সেখানে বক্তব্য রাখেন জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট মুন্সী আতিয়ার রহমান, অতিরিক্ত জেলা প্রশাক (শিক্ষা ও আইসিটি) মো. গোলাম কবির, বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুরাইয়া পারভিন প্রমুখ।

বাসন্তী রঙের শাড়ি, হলুদ পাঞ্জাবি আর রঙ-বেরংয়ের ফুলের সাজসজ্জা স্কুল  প্রাঙ্গণকে আরও বর্ণিল করে তোলে। প্রিয়জনের হাত ধরে আসা মানুষগুলো বসন্ত উৎসবের গানে মেতে ওঠেন।

এছাড়া জেলার বিভিন্ন স্থানে বসন্তকে নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে বরণ করে নেওয়া হয়। বিকেলে জেলা শিল্পকলা একাডেমি ও জেলা প্রশাসনের উদ্যোগেও বসন্তবরণ অনুষ্ঠানের আয়োজন করা হবে।

বাংলাদেশ সময়: ১৬০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০২৩
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।