ঢাকা, শুক্রবার, ১১ আশ্বিন ১৪৩২, ২৬ সেপ্টেম্বর ২০২৫, ০৩ রবিউস সানি ১৪৪৭

জাতীয়

খিলক্ষেতে ঘুড়ি ওড়ানোর সময় ছাদ থেকে পড়ে শিশুর মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮:৫৫, ফেব্রুয়ারি ১১, ২০২৩
খিলক্ষেতে ঘুড়ি ওড়ানোর সময় ছাদ থেকে পড়ে শিশুর মৃত্যু

ঢাকা: রাজধানীর খিলক্ষেতে ঘুড়ি ওড়ানোর সময় ভবনের ছাদ থেকে পড়ে সালমান আদিব (১০) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

শুক্রবার (১০ ফেব্রুয়ারি) বিকেলে খিলক্ষেতের বোটঘাটের নামাপাড়া চানাচুর ফ্যাক্টরি গলিতে এ দুর্ঘটনা ঘটে।

আদিব কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার রুহুল আমিনের ছেলে। সে পরিবারের সঙ্গে খিলক্ষেতের নামাপাড়ার চানাচুর গলির একটি বাসায় থাকতো।

আদিবের বাবা রুহুল আমিন জানান, আদিব স্থানীয় আলমানার স্কুলের চতুর্থ শ্রেণির ছাত্র ছিল। দুই ভাই এক বোনের মধ্যে সে ছিল সবার বড়। দুপুরে বাসার সবাই ঘুমিয়ে পড়লে আদিব একাই ছাদে ঘুড়ি ওড়াতে যায়। সেখান থেকে হঠাৎ সে নিচে পড়ে গুরুতর আহত হয়। পরে দ্রুত তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসক রাত ৮টার দিকে মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বাংলানিউজকে জানান, ওই শিশুকে তার স্বজনরা মুমূর্ষু অবস্থায় হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

বাংলাদেশ সময়: ০৮৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০২৩
এজেডএস/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।