ঢাকা, সোমবার, ৪ আষাঢ় ১৪৩১, ১৭ জুন ২০২৪, ০৯ জিলহজ ১৪৪৫

জাতীয়

গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী ও ননদ গ্রেফতার

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২১ ঘণ্টা, ফেব্রুয়ারি ৮, ২০২৩
গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী ও ননদ গ্রেফতার

রাজশাহী: রাজশাহীর গোদাগাড়ীতে শরীফা খাতুন (২৫) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে।  

মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) রাতে উপজেলার মাটিকাটা ইউনিয়নের বড়গাছি লাইনপাড়া গ্রামে এই ঘটনা ঘটে।

এ ঘটনায় আত্মাহত্যা প্ররোচনা মামলায় নিহতের স্বামী রজব আলী ও ননদ হাবিবা খাতুনকে গ্রেফতার করেছে পুলিশ।

নিহত গৃহবধূ ওই গ্রামের মৃত আব্দুল হাকিমের মেয়ে।

এসব তথ্য নিশ্চিত করে রাজশাহীর গোদাগাড়ী থানার মডেল ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম বলেন, নিহতের মরদেহে উদ্ধার করে বুধবার (৮ ফেব্রুয়ারি) সকালে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠায় পুলিশ। তাদের (স্বামী-স্ত্রীর) মধ্যে বেশ কয়েকদিন ধরে ঝামেলা চলছিল।  এজন্য আত্মহত্যার প্ররোচনার মামলা হয়েছে। ওই মামলায় গ্রেফতার দেখিয়ে আজ (বুধবার) বিকেলে শরীফার স্বামী ও ননদকে কারাগারে পাঠানো হয়েছে।  

গোদাগাড়ী থানা পুলিশ সূত্রে জানা গেছে, শরীফা খাতুনের মরদেহ গলায় ফাঁস লাগানো অবস্থায় ঝুলছিল। স্বামীর বাড়ি থেকেই তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। স্বামী রজব আলী ও ননদ হাবিবা খাতুন প্রায় সময় তাকে মানসিক ও শারীরিক নির্যাতন করত বলে দাবি করছে নিহতের পরিবার। তিনি মানসিক নির্যাতনের কারণেই হয়তো নিজেকে শেষ করে দেওয়ার জন‍্য আত্মহত্যা করেছেন বলে সবার ধারণা।

ময়নাতদন্তের রিপোর্টে অন্য কিছু পাওয়া গেলে পরে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে গোদাগাড়ী থানা পুলিশ।

বাংলাদেশ সময়: ১৮১৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৮, ২০২৩
এসএস/এসএএইচ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।