ঢাকা, বুধবার, ২৪ বৈশাখ ১৪৩২, ০৭ মে ২০২৫, ০৯ জিলকদ ১৪৪৬

জাতীয়

সুলতান ভাই কাচ্চির গুলিবিদ্ধ ম্যানেজার মারা গেছেন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯:৩১, ফেব্রুয়ারি ৭, ২০২৩
সুলতান ভাই কাচ্চির গুলিবিদ্ধ ম্যানেজার মারা গেছেন

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়ায় ‘সুলতান ভাই কাচ্চি’ রেস্টুরেন্টের গুলিবিদ্ধ ম্যানেজার শফিউর রহমান কাজলের (৫৮) মৃত্যু হয়েছে।

সোমবার (০৬ ফেব্রুয়ারি) রাত ১০টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন তার মৃত্যু হয়।

 এর আগে, রোববার (০৫ ফেব্রুয়ারি) তাকে প্রকাশ্যে গুলি করার ঘটনা ঘটে।  তার শরীরের বিভিন্ন স্থানে গুলি লেগেছে।  

নিহত জামান বন্দরের নবীগঞ্জ এলাকার স্থায়ী বাসিন্দা শাহ্ আলমের ছেলে।

সোমবার রাতে রেস্তোরার মালিক শুক্কুর আলী বলেন, রাতে মৃত্যুর খবর পেয়েছি। মরদেহ আনার প্রস্তুতি চলছে।

মামলার তদন্তকারী কর্মকর্তা নারায়ণগঞ্জ সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) শফিকুল ইসলামও মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, আজাহার তালুকদার ও তার চার ভাই চাষাঢ়ায় বাগে জান্নাত মহল্লায় আঙ্গুর ভিলা নামে একটি ছয়তালা বাড়ির মালিক। বাড়ির নিচতালায় থাকা বেশ কয়েকটি দোকান একেক ভাইয়ের নামে বরাদ্দ। রেস্তোরার মালিক শুক্কুর আলী আজাহারের ছোট ভাই আজিজুল হাওলাদারের কাছ থেকে ভাড়া নেন। রোববার রাত সাড়ে ৮টায় আজাহার রেস্তোরায় প্রবেশ করে পানির জন্য ১০ লাখ টাকা এককালীন বিল চান।

এ সময় রেস্তোরার মালিক জানান, ভাড়ার বিষয়ে আজিজুলের সঙ্গে কথা বলবেন। ভাড়া নিয়ে কথাবার্তার এক পর্যায়ে আজাহার ও দোকানের মালিকপক্ষ উত্তেজিত হয়ে পড়েন। এক পর্যায়ে আজাহার ক্ষুব্ধ হয়ে ঘর থেকে পিস্তল ও শটগান নিয়ে আসেন এবং বেশ কয়েক রাউন্ড গুলি চালান। তখন রেস্তোরার ম্যানেজার কাজলের পেটে গুলি লাগলে তিনি গুরুতর আহত হন।

একই সময়ে আহত হন রাসেল নামে এক পথচারী। আজাহারকে নিবৃত্ত করতে গিয়ে তার মেয়ে লাকিও পায়ে গুলিবিদ্ধ হন। পরে আশেপাশের লোকজন তাকে মারধর শুরু করলে তিনি দৌঁড়ে ঘরে গিয়ে আশ্রয় নেন।

বাংলাদেশ সময়: ০৯২৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ৭, ২০২৩
এমআরপি/এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।