ঢাকা, শনিবার, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৮ মে ২০২৪, ০৯ জিলকদ ১৪৪৫

জাতীয়

রামুতে চলছে বঙ্গবন্ধু উৎসব

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০১ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০২৩
রামুতে চলছে বঙ্গবন্ধু উৎসব

কক্সবাজার: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন-ইতিহাস, মুক্তিযুদ্ধ ও বাংলাদেশ নতুন প্রজন্মের মধ্যে তুলে ধরতে কক্সবাজারের রামুতে চলছে সপ্তাহব্যাপী ‘বঙ্গবন্ধু উৎসব’।  

রোববার (২৯ জানুয়ারি) বিকেলে শুরু হওয়া উৎসব চলবে ৪ ফেব্রুয়ারি পর্যন্ত।

রামু স্টেডিয়ামে আয়োজিত এ উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ‘৭১ এর জয় বাংলা বাহিনীর’ প্রধান বীর মুক্তিযোদ্ধা কামাল হোসেন চৌধুরী।

বীর মুক্তিযোদ্ধা গোলাম কবীরের সভাপতিত্বে অনুষ্ঠিত এতে বঙ্গবন্ধু উৎসবের পৃষ্ঠপোষক ও সমন্বয়ক তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য সাইমুম সরওয়ার কমল, সমন্বয়ক ও বাফুফে সদস্য বিজন বড়ুয়া, মহাসচিব নীতিশ বড়ুয়া বক্তব্য রাখেন।  

এ সময় জাতির পিতার ১০২তম জন্মবার্ষিকী উপলক্ষে ১০২জন বীর মুক্তিযোদ্ধা অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

আয়োজকেরা জানান, এ উৎসব মঞ্চে প্রতিদিন থাকছে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ ভিত্তিক আলাচনা, নাটক, সাংস্কৃতিক অনুষ্ঠান। এছাড়াও উৎসবকে ঘিরে পুরো মাঠে বসেছে মেলা। যেখানে বসেছে নাগরদোলা ও গ্রামীণ শিল্পের স্টল। প্রতিদিন সকাল থেকে মধ্যরাত পর্যন্ত উন্মুক্ত থাকবে এ মেলা।  

বাংলাদেশ সময়: ১৫৫৯ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০২৩
এসবি/এসএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।