ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

জাতীয়

প্রধানমন্ত্রীর পিএস-১ মনিরা বেগম, পিএস-২ আল মামুন মুর্শেদ

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৫১ ঘণ্টা, ডিসেম্বর ৯, ২০২২
প্রধানমন্ত্রীর পিএস-১ মনিরা বেগম, পিএস-২ আল মামুন মুর্শেদ

ঢাকা: প্রধানমন্ত্রী শেখ হাসিনার একান্ত সচিব-২ পদে দায়িত্ব পালন করে আসা মনিরা বেগমকে একান্ত সচিব (পিএস)-১ পদে নিয়োগ দেওয়া হয়েছে। বিসিএস প্রশাসন ক্যাডার ২০তম ব্যাচের কর্মকর্তা যুগ্মসচিব মনিরা বেগম।

অন্যদিকে, প্রধানমন্ত্রী কার্যালয়ের মহাপরিচালক (যুগ্মসচিব) আল মামুন মুর্শেদকে প্রধানমন্ত্রীর একান্ত সচিব-২ পদে নিয়োগ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) রাতে তাদের দুজনকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

প্রধানমন্ত্রী যতদিন প্রধানমন্ত্রীর পদ অলংকৃত করবেন বা প্রধানমন্ত্রী এই দুই কর্মকর্তাকে তার একান্ত সচিব পদে বহাল রাখার অভিপ্রায় পোষণ করবেন ততদিন এ নিয়োগ আদেশ কার্যকর থাকবে বললেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

এর আগে গত বুধবার প্রধানমন্ত্রীর কার্যালয়ের সিনিয়র সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়াকে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ দেওয়া হয়। আর প্রধানমন্ত্রীর একান্ত সচিব-১ সালাহ উদ্দিনকে পদোন্নতি দিয়ে প্রধানমন্ত্রী কার্যালয়ের সচিব করে সরকার।

বাংলাদেশ সময়: ০০৪৭ ঘণ্টা, ডিসেম্বর ০৯, ২০২২ 
এমআইএইচ/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।