ঢাকা, সোমবার, ১ আশ্বিন ১৪৩১, ১৬ সেপ্টেম্বর ২০২৪, ১২ রবিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

মিরপুরে বোতাম কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৩ ইউনিট

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪২ ঘণ্টা, ডিসেম্বর ৪, ২০২২
মিরপুরে বোতাম কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৩ ইউনিট ফাইল ফটো

ঢাকা: রাজধানীর মিরপুর-১ বৈশাখী মার্কেটের পেছনে একটি বোতাম কারখানায় আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট।

রোববার (৪ ডিসেম্বর) বিকেলে ফায়ার সার্ভিস সদর দপ্তর থেকে ডিউটি অফিসার রাকিবুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, মিরপুর-১ বৈশাখী মার্কেটের পেছনে একটি ভবনের চারতলায় বোতাম কারখানায় আগুন লেগেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর চেষ্টা করছে। এখনও বিস্তারিত কিছু জানা যায়নি।  

বাংলাদেশ সময়: ১৬৪২ ঘণ্টা, ডিসেম্বর ০৪, ২০২২
এজেডএস/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।