ঢাকা, মঙ্গলবার, ৩১ আষাঢ় ১৪৩২, ১৫ জুলাই ২০২৫, ১৯ মহররম ১৪৪৭

জাতীয়

মোটরসাইকেলের ট্যাংকিতে মিলল ৭ কেজি রূপা 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:২৩, ডিসেম্বর ২, ২০২২
মোটরসাইকেলের ট্যাংকিতে মিলল ৭ কেজি রূপা 

মাগুরা: মাগুরায় মোটরসাইকেলের তেলের ট্যাংকিতে পাচারকালে ৭ কেজি রূপাসহ সারোয়ার উদ্দিন (২৮) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।  

শুক্রবার (২ ডিসেম্বর) সাড়ে ৬টার দিকে জেলা সদরের ইছাখাদা দরগাহ এলাকা থেকে তাকে আটক হয়।

 

আটক সরোয়ার চুয়াডাঙ্গা জেলার দর্শনা থানার রামনগর গ্রামের নাসির উদ্দিনের ছেলে।  

সদর থানায় অতিরিক্ত পুলিশ সুপার কলিমুল্লাহ জানান, গোপন তথ্যের ভিত্তিতে মাগুরা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত গৌতম তার সঙ্গীয় ফোর্স নিয়ে ওই এলাকা থেকে মোটরসাইকেলসহ সারোয়ারকে আটক করে। এ সময় মোটরসাইকেলটি তল্লাশী করে তেলের ট্যাংকি থেকে প্রায় ৭ কেজি রূপা জব্দ করা হয়। রূপাগুলোর আনুমানিক মূল্য প্রায় ৭ লাখ টাকা। এ ঘটনায় সারোয়ারের নামে থানায় মামলা প্রক্রিয়াধীন।  

বাংলাদেশ সময়: ২১০৮ ঘণ্টা, ডিসেম্বর ২, ২০২২
এসএম/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।