ঢাকা, বৃহস্পতিবার, ১ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৫ মে ২০২৫, ১৭ জিলকদ ১৪৪৬

মালয়েশিয়া

প্রবাসী মুক্তিযোদ্ধা রফিক আর নেই

স্টাফ করেসপন্ডেন্ট, মালয়েশিয়া | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৪৩, আগস্ট ২৪, ২০১৫
প্রবাসী মুক্তিযোদ্ধা রফিক আর নেই ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মালয়েশিয়া: একাত্তরের বীর মুক্তিযোদ্ধা ইলিয়াছ আহমেদ রফিক আর নেই (ইন্নালিল্লাহি...রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬০ বছর।



স্থানীয় সময় সোমবার (২৪ আগস্ট) বিকেল ৪টা ১৫মিনিটে মালয়েশিয়ার সারডাং জেনারেল হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

গত ১৬ জুলাই রাতে ব্রেন স্ট্রোক করলে তাৎক্ষণিকভাবে তাকে কুয়ালালামপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু অর্থের অভাবে চিকিৎসা ঠিকভাবে চলছিল না।

গত ২ আগস্ট মুক্তিযোদ্ধা রফিককে হাসপাতাল থেকে রিলিজ দেওয়া হয়। পরে তার চিকিৎসা সহায়তায় প্রবাসী বাংলাদেশিরাও এগিয়ে আসেন।

মৃত রফিকের গ্রামে বাড়ি বগুড়ার নাটাইপাড়ার বৌ-বাজার এলাকায়। ২০১১ সাল থেকে মালয়শিয়ার কুয়ালালামপুরে বসবাস করছেন তিনি।

বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, মালয়েশিয়া কমান্ডের সাধারণ সম্পাদক রফিক ২ সন্তানের জনক। ভাগ্য বদলের সন্ধ্যানে মালয়েশিয়ায় এলেও বেশি বয়সের কারণে তেমন কোনো কাজ-কর্ম করতে পারতেন নি তিনি।

মৃত রফিকের স্বজনরা জানান, মঙ্গলবার (২৫ ‍আগস্ট) বাদ জোহর জালান দামাই পুরাতন বাংলাদেশ দ‍ূতাবাস মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হবে।

জানাজা শেষে রফিকের মরদেহ দেশে পাঠানো হবে বলে জানান তারা।

বাংলাদেশ সময়: ২০৪৩ ঘণ্টা, আগস্ট ২৪, ২০১৫
এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

মালয়েশিয়া এর সর্বশেষ