ঢাকা, মঙ্গলবার, ৩০ বৈশাখ ১৪৩১, ১৪ মে ২০২৪, ০৫ জিলকদ ১৪৪৫

মালয়েশিয়া

মালয়েশিয়ায় স্বাধীনতা দিবস উদযাপন

কায়সার হামিদ হান্নান, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৭ ঘণ্টা, মার্চ ২৬, ২০১৫
মালয়েশিয়ায় স্বাধীনতা দিবস উদযাপন বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মালয়েশিয়া: যথাযোগ্য মর্যাদায় মালয়েশিয়ায় বাংলাদেশ হাইকমিশনে মহান স্বাধীনতা দিবস উদযাপন করা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ মার্চ) স্থানীয় সময় সকাল সাড়ে ৮টায় হাইকমিশন চত্বরের শহীদ মিনারে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়।



পরে সেখানে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন কুয়ালালামপুরস্থ বাংলাদেশের হাইকমিশনার শহীদুল ইসলাম।

হাইকমিশনের ফার্স্ট সেক্রেটারি মোসলেমা নাজনীনের সঞ্চালনায়  সভায় রাষ্ট্রপতির বাণী পাঠ করেন এয়ার কমোডর শেখ আরিফ মাহমুদ, প্রধানমন্ত্রীর বাণী পাঠ করেন কনস্যুলার (শ্রম) মো. সাইদুল ইসলাম।

এছাড়া পররাষ্ট্রমন্ত্রীর বাণী পাঠ করেন কনস্যুলাল রইস হাসান সরোয়ার এবং ফার্স্ট সেক্রেটারি মো. এম এসকে শাহীন পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পাঠ করেন।

হাইকমিশনার শহীদুল ইসলাম বলেন, ৯ মাসের সশস্ত্র সংগ্রামের মধ্য দিয়ে এক সাগর রক্তের বিনিময়ে ১৬ ডিসেম্বর স্বাধীনতা অর্জিত হয়। প্রতিষ্ঠিত হয় স্বাধীন সার্বভৌম বাংলাদেশ।

‘আর পরাধীনতার গ্লানি আর বিজাতীয় শাসন-শোষণের যাঁতাকল থেকে বেরিয়ে বাঙালির আত্মমর্যাদা প্রতিষ্ঠার ভিত্তি রচিত হয়েছিল একাত্তরের  এই দিনে,’ যোগ করেন তিনি।

শহীদুল ইসলাম বলেন, তাই অর্জিত স্বাধীনতা রক্ষা করে বঙ্গবন্ধুর স্বপ্নের সুখী-সুন্দর বাংলাদেশ গড়ে তুলতে হবে। তবেই অর্থনৈতিক মুক্তি সম্ভব।

আলোচনায় অন্যদের মধ্যে হাইকমিশনের ফার্স্ট সেক্রেটারি শ্রম উইং শাহিদা সুলতানা, কমার্শিয়াল উইং ধনঞ্জয় কুমার দাস, নাজনীন  সুলতানা, মালয়েশিয়া আওয়ামী লীগের আহ্বায়ক মো. রেজাউল করিম রেজা, যুগ্ম আহ্বায়ক মো. ওহিদুর রহমান অহিদ, মো. শাহীন সরদার, যুগ্ম আহ্বায়ক মকবুল হোসেন মুকুল, মাহতাব খন্দকার, হাফিজুর রহমান ডাবলু, আব্দুল করিম, জাকারিয়া, আওয়ামী লীগের সদস্য মনিরুজ্জামান মনির, নুর মোহাম্মদ ভূঁইয়া, মালয়েশিয়া বিএনপি নেতা মো. শহিদ উল্লা শহিদ, মাজু দেলোয়ার, সাংগঠনিক সম্পাদক মো. কাজী সালাহ উদ্দিন, ঘাটাইল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আ খ ম রেজাউল করিম, হাবিবুর রহমান শিশির, রমজান আলী, মো. আরমান, কাজী সেন্টু, আওয়ামী লীগ নেতা শফিকুল হক চৌধুরী, লিটন আজিজ দেওয়ান, অ্যাডভোকেট মিনহাজ উদ্দিন মিরানরান, তারিকুজ্জামান মিতুল, যুবলীগের আহ্বায়ক মো. তাজকির আহমেদ, মো. আবু হানিফ, মানসুর আল বাশার সোহেল, শ্রমিক লীগের আহবায়ক সোহেল বিন রানা, নাজমুল ইসলাম, মো. শাহ আলম হাওলাদার, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি বিএম বাবুল হাসান, ছাত্রলীগ নেতা ওয়াসীম ওয়াজেদ,সয়েদ মিনহাজুর রহমান, নজরুল ইসলাম রাসেল প্রমুখ।

আলোচনা শেষে মহান স্বাধীনতা যুদ্ধে শহীদের আত্মার মাগফেরাত কামনায় মোনাজাত করা হয়।

বাংলাদেশ সময়: ১৭৪৭ ঘণ্টা, মার্চ ২৬, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

মালয়েশিয়া এর সর্বশেষ