ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

মালয়েশিয়া

ওপেন গলফ টুর্নামেন্টে খেলতে মালয়েশিয়া যাচ্ছেন সিদ্দিকুর

কায়সার হামিদ হান্নান, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫০ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৫
ওপেন গলফ টুর্নামেন্টে খেলতে মালয়েশিয়া যাচ্ছেন সিদ্দিকুর গলফার সিদ্দিকুর রহমান

মালয়েশিয়া: মালয়েশিয়ান ওপেন গলফ টুর্নামেন্ট দিয়ে নতুন আন্তর্জাতিক মৌসুম শুরু করতে যাচ্ছেন বাংলাদেশের জনপ্রিয় গলফার সিদ্দিকুর রহমান। এ উপলক্ষে  রোববার (১ ফেব্রুয়ারি) মালয়েশিয়ার কুয়ালালামপুরে  আসছেন তিনি।



মঙ্গলবার (৫ ফেব্রুয়ারি) এ টুর্নামেন্ট শুরু হবে। শেষে হবে ৮ ফেব্রুয়ারি।

মালয়েশিয়ান ওপেন গলফ টুর্নামেন্ট শেষে এশিয়ান ট্যুরের দুটি প্রতিযোগিতা থাইল্যান্ড ক্ল্যাসিক ও হিরো ইন্ডিয়ান ওপেনে অংশ নিয়ে দেশে ফিরবেন সিদ্দিকুর।

মালয়েশিয়া, থাইল্যান্ড ও ভারতের এই সফরে স্ত্রী সামাউন অরণিও সঙ্গী হচ্ছেন ৩০ বয়সী এ গলফ তারকার।

এই প্রথমবারের মতো স্ত্রীকে সঙ্গে নিয়ে মালয়েশিয়া গলফ খেলতে যাচ্ছেন তিনি।

গত বছরে প্রত্যাশিত নৈপুণ্য প্রদর্শন করতে পারেননি সিদ্দিকুর। ছিল চোটসমস্যাও। এ জন্য এশিয়ান ট্যুর অর্ডার অব মেরিটে র‌্যাঙ্কিংয়ের শীর্ষ দশে স্থান হারান তিনি। চোটের কারণে কয়েকটি আসরে খেলতে পারেননি। সুস্থ হয়ে নতুন বছরে ঘরোয়া দুটি টুর্নামেন্ট জেমকন প্লেয়ার্স চ্যাম্পিয়নশিপ ও সামিট ওপেনের শিরোপা জিতে ফিরে পেয়েছেন হারানো আত্মবিশ্বাস।

তিন মিলিয়ন মার্কিন ডলার প্রাইজমানির মালয়েশিয়ান ওপেন দিয়ে এশিয়ান ট্যুরের মৌসুম শুরু হবে সিদ্দিকুরের। যেখানে টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ডের লি ওয়েস্ট উড, এশিয়ান ট্যুরের তিনবারের বর্ষসেরা থাইল্যান্ডের থংচাই জাইদি ও মেজরজয়ী নর্দার্ন আয়ারল্যান্ডের গ্রায়েম ম্যাকডোয়েল ছাড়াও এশিয়ান ট্যুর র‌্যাঙ্কিংয়ের বর্তমান সেরা যুক্তরাষ্ট্রের ডেভিড লিপস্কি, চীনের লিয়াং ওয়েন চোং ও ১৮ আন্তর্জাতিক শিরোপা জয়ী থাই তারকা থাওয়ার্ন বীরাতচান্তের মুখোমুখি হবেন সিদ্দিকুর।

এদিকে মালয়েশিয়ায় বাংলাদেশি শিক্ষার্থীরা সিদ্দিকের খেলা উপভোগ করবেন বলে বাংলানিউজকে জানিয়েছেন।

মালয়েশিয়ার জনপ্রিয় জাতীয় দৈনিক স্টার সিদ্দিকুর রহমানকে নিয়ে ফলাও করে নিউজও চেপেছে।

মালয়েশিয়ায় বাংলাদেশি প্রবাসীরা মনে করেন সিদ্দিক এবার ভালো করবেন। বিগত দিনে বাংলাদেশের সুনাম যেমন উপরে নিয়ে গেছেন, তেমনি এবার সম্মান অক্ষুন্ন রাখবেন তিনি।  

বাংলাদেশ সময়: ০৯৫০ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

মালয়েশিয়া এর সর্বশেষ