ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

মালয়েশিয়া

মালয়েশিয়ায় পড়ালেখা

ওয়েস্ট মিনিস্টার কলেজে কম খরচে আন্তর্জাতিক মানের ডিগ্রি

মাহমুদ খায়রুল, কুয়ালালামপুর করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫০ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৪
ওয়েস্ট মিনিস্টার কলেজে কম খরচে আন্তর্জাতিক মানের ডিগ্রি ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কুয়ালালামপুরঃ মালয়েশিয়ায় বিবিএ পড়ার জন্য একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ওয়েস্ট মিনিস্টার কলেজ। সাধ্যসাপেক্ষ খরচের মধ্যে স্নাতক এবং স্নাতকোত্তর পড়ার সুযোগ করে দিচ্ছে প্রতিষ্ঠানটি।

দুই বছর মালয়েশিয়ায় পড়ার পাশাপাশি থাকছে তৃতীয় বছর যুক্তরাজ্যে পড়ার সুযোগ।

কলেজটির এওয়ারডিং বডিতে আছে যুক্তরাজ্যের কার্ডিফ মেট্রোপলিটন বিশ্ববিদ্যালয়। লন্ডন স্কুল অফ কমার্স (এল.এস.সি) এর তত্ত্বাবধানে গড়ে উঠেছে আন্তর্জাতিক ওয়েস্ট মিনিস্টার কলেজের কার্যক্রম। মালয়েশিয়া ছাড়াও এল.এস.সি এর স্বীকৃতপ্রাপ্ত কলেজ রয়েছে বাংলাদেশ, সার্বিয়া, কেনিয়া, শ্রীলঙ্কা ও ভিয়েতনামে। এছাড়াও মালয়েশিয়ার শিক্ষা মন্ত্রণালয় থেকে স্বীকৃতিপ্রাপ্ত প্রতিষ্ঠান হল আন্তর্জাতিক ওয়েস্ট মিনিস্টার কলেজ।

কলেজের বর্তমান পড়ুয়া ছাত্রী অমৃতা ব্যানার্জি এর সঙ্গে কথা হয় বাংলানিউজের। তিনি বলেন, মালয়েশিয়ায় ব্যবসা শিক্ষা পড়ার জন্য একটি ভাল প্রতিষ্ঠান হল এটি। তুলনামূলক খরচ কম এবং আমাদের ডিগ্রি যুক্তরাজ্যের স্বীকৃত প্রাপ্ত। এছাড়াও যদি সুযোগ থাকে তাহলে তৃতীয় বছর যুক্তরাজ্যে পড়া যায়। এখানে পড়ালেখার মান ভাল ও আমাদের শিক্ষকরাও যত্নবান। বেশ কিছু ইউরোপিয়ান শিক্ষক আছেন এখানে। বাংলাদেশিদের পাশাপাশি অন্যান্য দেশ থেকেও অনেক ছাত্রছাত্রী আসেন এখানে। পরিবেশ ভাল।

অবস্থানঃ সুবাং জায়া, কুয়ালালামপুর থেকে ৫ কিলোমিট‍ার দূরে।

ধরন: বেসরকারি

উল্লেখযোগ্য বিষয়: ব্যবসা শিক্ষা (বিবিএ), এমবিএ এবং ফাউন্ডেশন

ভর্তির জন্য শিক্ষাগত যোগ্যতা: জিপিএ ন্যূনতম এস.এস.সি এবং এইচ.এস.সি ন্যূনতম ৪.০

আই এল টি এস: ৬.০ অথবা এস এস সি এবং এইচ এস সি তে ন্যূনতম এ গ্রেড , যদি না থাকে তাহলে ইংরেজি প্লেসমেন্ট টেস্ট দিতে হবে অথবা ইংরেজি কোর্স করতে হবে।

ইনটেক: ফেব্রুয়ারি, এপ্রিল, জুন, আগস্ট, অক্টোবর, নভেম্বর

সময়সীমাঃ তিন বছর

সর্বমোট ফিস: ৯ লক্ষ ৬০ হাজার টাকা (তিন বছর) (বিবিএ)

এছাড়াও রয়েছে ফাউন্ডেশন কোর্স এবং এমবিএ করার সুযোগ।

বাংলাদেশ সময়: ১৯৩৭ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

মালয়েশিয়া এর সর্বশেষ