ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

লন্ডন

যুক্তরাজ্যে ৮৪ হাজার বাংলাদেশি পাসপোর্টধারী

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৫ ঘণ্টা, মে ৩১, ২০১৮
যুক্তরাজ্যে ৮৪ হাজার বাংলাদেশি পাসপোর্টধারী ছবি: প্রতীকী

লন্ডন থেকে: যুক্তরাজ্যে বসবাসকারী বাংলাদেশি পাসপোর্টধারীর সংখ্যা ৮৪ হাজার। সম্প্রতি ব্রিটেনের জাতীয় পরিসংখ্যান অফিস (ওএনএস) দেশটিতে বসবাসকারী ব্রিটিশ নাগরিক নয় এমন অধিবাসীদের সংখ্যা প্রকাশ করেছে। 

তালিকায় থাকা ২০টি দেশের মধ্যে ১৩টি দেশ হচ্ছে ইউরোপীয় ইউনিয়নের অন্তর্ভুক্ত। এতে প্রথম স্থানে রয়েছেন পোলান্ডের অধিবাসীরা।

তালিকায় শীর্ষ ২০টি দেশের মধ্যে বাংলাদেশিদের অবস্থান ২০তম স্থানে থাকলেও যুক্তরাজ্যে বসবাসকারী অ-ইউরোপীয় অভিবাসীর তালিকায় শীর্ষ সাতটি দেশের মধ্যে একটি হচ্ছে বাংলাদেশ।  

অন্যদিকে, অ-ইউরোপীয় অভিবাসী শ্রেণির মধ্যে ভারতীয় নাগরিকগণ শীর্ষে অবস্থান করছেন। তবে ব্রিটেনে সাম্প্রতিক সময়ে অধিক সংখ্যক রোমানিয়ানদের পাড়ি জমানোর কারণে সামগ্রিকভাবে ভারতীয়দের অবস্থান দ্বিতীয় থেকে চতুর্থ স্থানে নেমে গেছে।

উল্লেখ্য, ব্রিটেনে আনুমানিকভাবে বাস করেন প্রায় ছয় লাখ বাংলাদেশি। তবে তাদের মধ্যে বাংলাদেশি ব্রিটিশ কিংবা ব্রিটেনে জন্মগ্রহণকারী বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিকদের এই পরিসংখ্যানে অর্ন্তভূক্ত করা হয়নি।

শীর্ষ ২০টি দেশের তালিকা ও অধিবাসীর সংখ্যা
১. পোল্যান্ড (১,০২১,০০০)
২. রোমানিয়া (৪১১,০০০)
৩. রিপাবলিক অব আয়ারল্যান্ড (৩৫০,০০০)
৪. ভারত (৩৪৬,০০০)
৫. ইতালি (২৯৭,০০০)
৬. পর্তুগাল (২৩৫,০০০)
৭. লিথুয়ানিয়া (১৯৯,০০০)
৮. পাকিস্তান (১৮৮,০০০)
৯. স্পেন (১৮২,০০০)
১০. ফ্রান্স (১৮১,০০০)
১১. জার্মানি (১৫৪,০০০)
১২. চীন (১৪৭,০০০)
১৩. মার্কিন যুক্তরাষ্ট্র (১৩৩,০০০)
১৪. লাতভিয়া (১১৭,০০০)
১৫. নাইজেরিয়া (১০২,০০০)
১৬. হাঙ্গেরি (৯৮,০০০)
১৭. নেদারল্যান্ডস (৯৭,০০০)
১৮. অস্ট্রেলিয়া (৮৭,০০০)
১৯. বুলগেরিয়া (৮৬,০০০)
২০. বাংলাদেশ (৮৪,০০০)

বাংলাদেশ সময়: ২২০০ ঘণ্টা, মে ৩১, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

লন্ডন এর সর্বশেষ