ঢাকা, বৃহস্পতিবার, ১০ আশ্বিন ১৪৩২, ২৫ সেপ্টেম্বর ২০২৫, ০২ রবিউস সানি ১৪৪৭

লন্ডন

ইতালিতে মানবাধিকার কমিশনের কমিটি গঠন

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:২২, ডিসেম্বর ১৯, ২০১৭
ইতালিতে মানবাধিকার কমিশনের কমিটি গঠন ইতালিতে মানবাধিকার কমিশনের কমিটি গঠন

প্যারিস (ফ্রান্স): ইতালিতে বাংলাদেশ মানবাধিকার কমিশনের কমিটি গঠন করা হয়েছে। এতে এমএ রব মিন্টুকে সভাপতি ও আব্দুর রহমানের সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়েছে।

রোববার (১৭ ডিসেম্বর) ইতালির রাজধানী রোমের তুসকোলনার একটি হল রুমে আলোচনা সভা শেষে এ কমিটি ঘোষণা করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ মানবাধিকার কমিশন ঢাকা (দক্ষিণ) সভাপতি আনোয়ার ফরাজী ইমন।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন- মোজাফ্ফর হোসেন বাবুল, উজ্জল মৃধা, স্বপন হাওলাদার, সাংবাদিক রিয়াজ হোসেন, খান রিপন, আমির হোসেন লিটন, হুমায়ুন কবির, ফারুক ফরাজী, সাইফুল ইসলাম, সুইট, রুহুল আমিন, স্বপন দাস, সাব্বির প্রমুখ।

নবনির্বাচিত সভাপতির এমএরব মিন্টু জানান, খুব শিগগিরই পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে।

এ সময় সভায় উপস্থিত যারা সাধারণ সদস্য পদ গ্রহণ করেছেন তারা নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

আগামীতে জমকালো অভিষেক অনুষ্ঠানের মাধ্যমে এই কমিটিকে পরিচয় করে দেওয়া হবে বলে জানান বাংলাদেশ মানবাধিকার কমিশন ঢাকা (দক্ষিণ) সভাপতি আনোয়ার ফরাজী ইমন।

বাংলাদেশ সময়: ১৮২২ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৭
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

লন্ডন এর সর্বশেষ