ঢাকা, সোমবার, ২৯ বৈশাখ ১৪৩২, ১২ মে ২০২৫, ১৪ জিলকদ ১৪৪৬

লাইফস্টাইল

কেমিক্যাল মুক্ত আম চেনার উপায় 

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:২৪, জুন ৮, ২০২১
কেমিক্যাল মুক্ত আম চেনার উপায় 

আমাদের দেশের প্রতিটি আমের স্বাদই অসাধারণ। এগুলো যেমন মিষ্টি আঁটি ছোট ও পাতলা, খোসা খুব পাতলা, রসালো।

এই মজার আমগুলো পুষ্টিগুণেও ভরপুর। এজন্যই তো আমকে বলা হয় ফলের রাজা।  

উন্নতজাতের আমগুলোর মধ্যে গোপালভোগ, হিমসাগর, ল্যাংড়া আম্রপালি ও ফজলি। আর সবার শেষে পাওয়া যায় আশ্বিনা ও বারি-৪ জাতের আম। আমের হাজারো গুণ কোনো কাজেই আসে না, যদি আমে ক্ষতিকর কেমিক্যাল মেশানো থাকে। কেমিক্যাল যুক্ত আম খেলে শরীরে উপকারের চেয়ে ক্ষতিই বেশি।  

আমে মেশানো কেমিক্যাল মানুষের শরীরে গেলে ত্বকের ক্যান্সার, কোলন ক্যান্সার, জরায়ুর ক্যান্সার, লিভার ও কিডনির সমস্যা, মস্তিষ্কের ক্ষতির মতো মারাত্মক রোগ হতে পারে।  

পাকা আম দেখে কিনতে হবে। আর চেনার সহজ উপায় হচ্ছে- 
•    বেশি চকচকে দেখায় এমন আম কখনোই কেনা যাবে না 
•    গাছপাকা আমের গায়ে মিষ্টি গন্ধ থাকবেই
•    এ বিষয়টি সবচেয়ে গুরুত্ব দিয়ে নাকের কাছে আম নিয়ে পরখ করে নিতে হবে। জানতে হবে কোন আম কখন পরিপক্ব হয়।

বাজার থেকে আম এনে খাওয়ার আগে অন্তত ১৫ মিনিট পানিতে ভিজিয়ে রেখে ধুয়ে নিন। এবার খোসা ছাড়িয়ে উপভোগ করুন মজার ও পুষ্টিকর প্রিয় ফল।   

বাংলাদেশ সময়: ১৭২৪ ঘণ্টা, জুন ০৮, ২০২১
এসআইএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।