ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

লাইফস্টাইল

সম্ভাবনার উদ্দ্যোগে শীতবস্ত্র বিতরণ

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৫ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০২০
সম্ভাবনার উদ্দ্যোগে শীতবস্ত্র বিতরণ

একদিকে মহামারি করোনা, অন্যদিকে তীব্র শীতে কষ্ট পাচ্ছে সুবিধা বঞ্চিত শিশু ও ছিন্নমূল মানুষেরা। এবার তাদের মাঝে শীত বস্ত্র বিতরণ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন সম্ভাবনা।

 

সম্প্রতি রাজধানীতে রাতে রাস্তায় ঘুমানো অসহায় মানুষের মাঝে  শীতবস্ত্র বিতরণ করেছে সংগঠনটি। গাইবান্ধা, রংপুর ও কুড়িগ্রামের কয়েক হাজার সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে সোয়েটার, মাস্ক ও কম্বল বিতরণ করা হয়।  

এ আয়োজন সম্পর্কে সম্ভাবনার সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম জানান ,‘ প্রতি বছর সম্ভাবনা সুবিধা বঞ্চিত শিশুদের নিয়ে শীত উৎসবের আয়োজন করে থাকে। এবছর করোনার কারণে শীত উৎসব নয় শীতের সুরক্ষার দিকটি বিবেচনায় রেখে সম্ভাবনা ঢাকা ও উত্তরবঙ্গের জেলা কুড়িগ্রাম, গাইবান্ধা, রংপুরের দু’হাজার মানুষের মাঝে শীতের কম্বল, মাস্ক এবং সচেতনতা বৃদ্ধির জন্য ক্যাম্পেইন পরিচালনা করছে।  

২০১১ সাল থেকে সম্ভাবনা, সুবিধা বঞ্চিত শিশুদের জন্য ‘পুষ্পকলি স্কুল ’ নামে একটি অবৈতনিক স্কুল পরিচালনা করে আসছে।  

বাংলাদেশ সময়: ১৫২৫ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০২০ 
এসআইএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।