ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

লাইফস্টাইল

মহামারি করোনায় ল্যাকমে ফ্যাশন উইকও ডিজিটাল 

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫২ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০২০
মহামারি করোনায় ল্যাকমে ফ্যাশন উইকও ডিজিটাল 

ল্যাকমে ফ্যাশন উৎসবের রঙিন আয়োজনের অপেক্ষায় থাকেন বিশ্ব ফ্যাশনপ্রেমীরা। এই উৎসবে আনন্দের মাত্রা বহুগুন বাড়িয়ে দেয় নামীদামি ডিজাইনার ও তারকাদের উপস্থিতি।

তবে করোনার জন্য এবারের ল্যাকমের এই আয়োজন হচ্ছে ডিজিটাল প্রাঙ্গণে।

ল্যাকমে ফ্যাশন উইকে ডিজাইনারা তুলে ধরেন সেরা কালেকশন, আর সেই সেরা পোশাকটি পরে মঞ্চ আলোকিত করেন তারকারা। সব কিছুই হচ্ছে তবে স্বপ্নের ক্যানভাস এবার ডিজিটাল।  

'ল্যাকমে ফ্যাশন উইক ২০২০' ডিজিটাল আঙিনায় শুরু হয়েছে ২১ অক্টোবর থেকে। ফারহা সাঞ্জনার কালেকশনের নাম ছিল 'রিসেট রিস্টার্ট'। শুধু নারীর নয়, পুরুষের পোশাকের বৈচিত্র্য ছিল তার সম্ভারে।  

ডিজাইনার অমিত আগরওয়ালের 'ফার্স্ট লাইট' কালেকশন। হাতে বোনা অরগ্যানিক ভারতীয় চান্দেরি, মটকা সিল্কের শাড়ি, লেহেঙ্গা-চোলি সঙ্গে দোপাট্টা নিয়ে এক জমকালো সংগ্রহ প্রদর্শন করেন তিনি। ল্যাকমের মঞ্চে গাঢ় সবুজ, নীল, মেরুন রঙের সঙ্গে সোনালি রং মিশিয়ে এক স্বপ্নের ক্যানভাস আঁকেন অমিত।  

অনুষ্ঠানের শেষে ভার্চ্যুয়াল সংবাদ সম্মেলনে অমিত বলেন, ‘আমি আমার সৃষ্টির মাধ্যমে সবাইকে চমক দিতে ভালোবাসি।

বাংলাদেশ সময় ১৫৫২ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০২০
এসআইএস 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad