ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

লাইফস্টাইল

স্বপ্ন’ এখন বগুড়ায়

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৪১ ঘণ্টা, আগস্ট ২৩, ২০২০
স্বপ্ন’ এখন বগুড়ায়

দেশের বৃহত্তম রিটেইল চেইন শপ ‘স্বপ্ন'র নতুন আউটলেটের যাত্রা শুরু হলো বগুড়ায়। এটি শহরের মালতিনগর এলাকায় ডিসি বাংলামোড় সংলগ্ন বগুড়া কনভেনশন হলে অবস্থিত।

 

শুক্রবার আনুষ্ঠানিকভাবে নতুন এ আউটলেটের উদ্বোধন করেন ‘স্বপ্ন’র অপারেশন্স ডিরেক্টর আবু নাসের। বিশেষ অতিথি ছিলেন এমিকাস গ্রুপের চেয়ারম্যান খন্দকার এম আজাদ।  

স্বপ্ন ২০০৮ সালে তার ব্যবসায়িক কার্যক্রমের যাত্রা শুরু করে। ঢাকাসহ দেশের বিভিন্ন শহরে স্বপ্নের এখন ফ্র্যাঞ্চাইজিসহ ১৪০টি আউটলেট রয়েছে। বর্তমানে প্রতিষ্ঠানটি মাছ, শাক-সবজি, ফলসহ নিত্য প্রয়োজনীয় আরও অনেক পণ্য সরাসরি কৃষকের কাছ থেকে সংগ্রহ করছে।

এছাড়া করোনায় ই-কমার্সে মুদি ও খাদ্যপণ্যের চাহিদা বেড়েছে। তার মানে এই নয় যে তা সুপারশপকে ছাড়িয়ে গেছে। মানুষ দেখেশুনে জিনিস কিনতে চায়, যার জন্য সুপারশপ এখন ভরসার জায়গা।

বাংলাদেশ সময়: ০৫৪৩ ঘণ্টা, আগস্ট ২৩, ২০২০
এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।