ঢাকা, মঙ্গলবার, ৩ বৈশাখ ১৪৩১, ১৬ এপ্রিল ২০২৪, ০৬ শাওয়াল ১৪৪৫

লাইফস্টাইল

নিউ নরমাল লাইফে ত্বকের যত্ন যেভাবে

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৬ ঘণ্টা, আগস্ট ১১, ২০২০
নিউ নরমাল লাইফে ত্বকের যত্ন যেভাবে


 করোনার প্রভাব যাই থাকুক, তাকে সঙ্গে নিয়েই শুরু হয়েছে আমাদের ‘নিউ নরমাল লাইফ’। জীবন যাপনের এই নতুন নিয়মে ব্যস্ততা কিন্তু কমেনি এতোটুকুও।

 
করোনাকালেও ব্যস্ততার মাঝে একটু সময় বের করা কিন্তু খুব কষ্টের নয়, চাই শুধু নিজেকে সুন্দর রাখার মানসিকতা। আর এই সময়ে পার্লারে না যেতে চাইলে ঘরোয়া উপাদানের ওপরই ছেড়ে দিতে পারি রূপচর্চার পুরো দায়িত্ব। যা করতে হবে: 

•    কোড়ানো নারকেল থেকে দুধ বের করে নিন। এবার নারকেলের দুধ তুলা দিয়ে ত্বকে লাগিয়ে ১৫ মিনিট রেখে ধুয়ে নিন
•    নিয়মিত ব্যবহারে এটি ত্বক এবং ঠোঁটের কালো দাগ দূর করে ত্বকের উজ্জ্বলতা বাড়াতে সাহায্য করে 
•    ত্বকের ময়লা পরিষ্কার করতে কাঁচা দুধের জুড়ি নেই। দুধে তুলার বল ভিজিয়ে ত্বকে আলতো করে ম্যাসাজ করুন
•    ত্বকের ক্লান্তি দূর করতে এক টেবিল চামচ দই, এক টেবিল চামচ কমলার রস এবং সমপরিমাণ লেবুর রস দিয়ে মিশ্রণ তৈরি করে নিন
•    এবার মিশ্রণটি ত্বকে মেখে ১৫ মিনিট রেখে হালকা ঘষে ধুয়ে নিন

•    ক্যাস্টরওয়েল ব্যবহারে ত্বকের বলিরেখা পড়তে বাধা দেয়। সেই সাথে ত্বককে কোমল এবং মশৃণ করে 
•    এক টুকরো আলু কেটে নিয়ে ত্বকে অবাঞ্ছিত দাগের ওপর হালকা করে ঘষতে হবে। দীর্ঘদিন ব্যবহারে এটি ত্বকের অনাকাঙ্ক্ষিত এবং অবাঞ্ছিত দাগ দূর করে
•    শসার রস, গ্লিসারিন এবং গোলাপ জলের মিশ্রণ সানস্ক্রিন লোশন হিসেবে ব্যবহার করুন।

বাংলাদেশ সময়: ১৭১৭ ঘণ্টা, আগস্ট ১১, ২০১৮ 
এসআইএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad