ঢাকা, রবিবার, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১৫ ডিসেম্বর ২০২৪, ১২ জমাদিউস সানি ১৪৪৬

লাইফস্টাইল

করোনায় পার্লার বন্ধ? কোরানো নারকেলে স্টেট চুল! 

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩০ ঘণ্টা, মে ১৯, ২০২০
করোনায় পার্লার বন্ধ? কোরানো নারকেলে স্টেট চুল!  স্টেট চুল

ঈদ নিয়ে কত প্রস্তুতিই না থাকে আমাদের। এবার করোনার ‍আতঙ্ক গ্রাস করেছে ঈদের প্রায় সব আনন্দ। তারপরও যারা চান পার্লারের মতো স্টেট চুল। ঘরেই ট্রাই করুন, ঠিক পেয়ে যাবেন।

এজন্য যা করতে হবে জেনে নিন: 

নারকেল কোরানো ২ কাপ, আধা কাপ অ্যালোভেরা জেল, আধা কাপ করে কর্নফ্লাওয়ার, লেবুর রস, ক্যাস্টর অয়েল ও পরিমাণমতো পানি নিন।  

নারকেল কোরানো ও অ্যালোভেরা জেল মিশিয়ে নিন।

এই মিশ্রণ পাতলা, পরিষ্কার শুকনো কাপড়ে নিংড়ে নিন। এবার অন্য সব উপাদান একসঙ্গে মিশিয়ে নারকেল দুধটা দিয়ে খুব ভালো করে বিট করে নিন। নন স্টিক পাত্রে এই মিশ্রণ নিয়ে হালকা আঁচে একটু ঘন করে নিন।  

মিশ্রণটি ঠাণ্ডা করে গোসলের আগে চুলে লাগিয়ে চিরুনি দিয়ে চুল আঁচড়ে নিন, চুল বাঁধবেন না। খুব ভালোভাবে শুকিয়ে নিন।  

সব শেষে শ্যাম্পু করে কন্ডিশনার মেখে চুল ধুয়ে ফেলুন। মাত্র দু’বার ব্যবহার করলেই এই ঈদের সাজে পেয়ে যাবেন মনের মতো সোজা সুন্দর চুল।  

বাংলাদেশ সময়: ১৭৩০ ঘণ্টা, মে ১৯, ২০২০
এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।