ঢাকা, শনিবার, ২৭ বৈশাখ ১৪৩২, ১০ মে ২০২৫, ১২ জিলকদ ১৪৪৬

লাইফস্টাইল

রাজশাহীতে সেইলরের  ফ্লাগশিপ আউটলেট   

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:০৮, মার্চ ২, ২০২০
রাজশাহীতে সেইলরের  ফ্লাগশিপ আউটলেট    সেইলরের  ফ্লাগশিপ আউটলেট

রাজশাহী শহরে ১৭তম আউটলেট নিয়ে সেইলরের যাত্রা শুরু করেছে ২৮শে ফেব্রুয়ারি(শনিবার)। 

শহরের রানীবাজারে সেইলরের পাঁচ হাজার স্কয়ার ফিটের বিশাল আউটলেট'টি সাজানো হয়েছে। রাজশাহীর পদ্মা নদীর জন্মলগ্ন থেকে ভৌগোলিক ইতিহাস, নদীপথের পরিবর্তন পুরো বিবরণ ফুটিয়ে তোলা হয়েছে ইন-স্টোর ইন্টেরিয়রে।

এছাড়া আউটলেটে বিশেষ দেওয়াল জুড়ে ৩২ ধরনের নৌকার নাম দিয়ে সাজানো হয়েছে।

ইন্টেরিয়রের পাশাপাশি ক্রেতাদের স্বাচ্ছন্দ্য বাড়াতে পুরো আউটলেটে রয়েছে পর্যাপ্ত জায়গা, সার্ভিস কাউন্টার, আলাদা বসার ব্যবস্থা, আধুনিক ট্রায়াল রুম এবং ক্রেতাদের জন্য ফ্রেশরুমের ব্যবস্থা। রাজশাহীবাসীদের জন্যও এই নতুন আউটলেটে থাকছে ক্যাটাগরি অনুযায়ী পোশাক এবং নানা আকর্ষণীয় লাইফস্টাইল পণ্য।


বাংলাদেশ সময়: ১৩০৭ ঘণ্টা, মার্চ ০২, ২০২০
এসআইএস


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।