ঢাকা, মঙ্গলবার, ২৫ ভাদ্র ১৪৩১, ১০ সেপ্টেম্বর ২০২৪, ০৬ রবিউল আউয়াল ১৪৪৬

লাইফস্টাইল

সৌন্দর্য বয়সের চেয়েও অযত্নে হারায়

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৭ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০২০
সৌন্দর্য বয়সের চেয়েও অযত্নে হারায় সৌন্দর্য বাড়াতে

বয়স বাড়ার সঙ্গে সঙ্গে ত্বকেরও বয়স বাড়তে থাকে। ত্বকের কোমলতা কমে রুক্ষ হতে থাকে। এই সমস্যার সমাধান হিসেবে বেছে নিন গ্রিন টি।

অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ গ্রিন টি’র স্বাস্থ্য রক্ষায় উপকারি দিকগুলো আমরা জানি। এবার জেনে নিন সৌন্দর্য বাড়াতে ও বয়সের ছাপ দূর করতে কীভাবে কাজে লাগানো যায়: 

•    চায়ের পাতা বা টি ব্যাগ দিয়ে গ্রিন টি বানিয়ে নেন, সেইভাবে চা তৈরি করে পুরোপুরি ঠান্ডা করে নিন।

তার মধ্যে চিনি মিশিয়ে হালকা হাতে ঘষে ধুয়ে নিন। ত্বকের মরা কোষ দূর হবে, ত্বক থাকবে কোমল ও উজ্জ্বল

•    টোনার তৈরির জন্য ঠান্ডা গ্রিন টি আইস ট্রেতে ঢেলে কিউব হিসেবে জমিয়ে নিন। তার পর সেই টুকরোটা একটা টিস্যুতে মুড়ে মুখে আলতো হাতে বুলিয়ে নিন


•    ত্বকে লালচেভাব, জ্বালার সমস্যা আছে, তাদের ত্বকেও গ্রিন টি খুব ভালো কাজ করে। গ্রিন টি তৈরি করে ছেঁকে ঠান্ডা করে নিন। নরম কাপড় বা তুলার বল দিয়ে ত্বক মুছে নিন

•    চোখের ফোলাভাব কমাতে চা তৈরি করে গ্রিন টি ব্যাগ ডিপ ফ্রিজে রেখে দিন। দু’টি টি ব্যাগ বের করে নিন। একটু গোলাপজল স্প্রে করে  চোখের ওপর রাখুন। তাতে ফোলাভাব কমবে এবং চোখের ক্লান্তিও দূর হবে।

ত্বকের সৌন্দর্য ও তারুণ্য ধরে রাখুন গ্রিন টি ব্যবহারে।  


    
বাংলাদেশ সময়: ১৩৫৭ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০২০
এসআইএস 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।