ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

লাইফস্টাইল

নারীর শীত ও শাড়ি 

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩০২ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১৯
নারীর শীত ও শাড়ি  শাড়ির সঙ্গে

শীতের ফ্যাশন নিয়ে আজকাল এক্সপেরিমেন্ট বা পরীক্ষা-নিরীক্ষা হচ্ছে। আগে শীতে শাড়ির সঙ্গে শাল ছাড়া তেমন কোনো বৈচিত্র্য দেখা যেত না। 

তবে এবার শাড়ির সঙ্গেও ফ্যাশন ঠিক থাকবে, কারণ চাইলে শাড়ির সঙ্গী করে নিতে পারেন, হাল ফ্যাশনের কোটি, ডেনিম জ্যাকেট, সোয়াটার বা ব্লেজার। যেভাবে ব্যবহার করতে হবে: 


•    লম্বা কোটি পরে নিন ‍আর শাড়ির আঁচল গলায় ওড়নার স্টাইলে নিন

•    ব্লেজার বা কোর্ট যাই থাকুক না কেন, শাড়ি পরার পর উপরে চাপিয়ে নিন।

কোর্টের বোতাম লাগাবেন না

•    শাড়ির সঙ্গে হাফহাতা বা ফুলহাতা সোয়াটার ব্লাউজের মতো পরুন  

•    শাড়ি পরে তার ওপর জ্যাকেট চাপিয়ে নিন। স্টাইলও বজায় থাকবে আর ঠাণ্ডাও লাগবে না।  

শালেও কিন্তু ফ্যাশনের কোনো ক্ষতি হয় না বরং শাড়ির সঙ্গে একটি পশমিনা কাশ্মিরি শালের প্রশংশাই করবে সবাই। যেমনভাবে চান স্টাইল করুন, শুধু যাই পরবেন,  আত্মবিশ্বাসটা ধরে রাখবেন।  

বাংলাদেশ সময়: ১৮০৫ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১৯
এসআইএস

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।