ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

লাইফস্টাইল

নিজেই তৈরি করুন বেস্ট স্ক্রাব

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৯ ঘণ্টা, অক্টোবর ১১, ২০১৯
নিজেই তৈরি করুন বেস্ট স্ক্রাব উজ্জ্বল ত্বকে

ত্বকের গভীরের ময়লা দূর করে, মরা চামড়া তুলে উজ্জ্বল-কোমল ত্বক পেতে প্রয়োজন হয় নিয়মিত স্ক্রাব ব্যবহারের। বাজারে অনেক ধরনের স্ক্রাব পাওয়া গেলেও ঘরে নিজেই বানাতে পারেন বেস্ট স্ক্রাব। 

জেনে নিন: 
চলের গুঁড়া ১ টেবিল চামচ, ময়দা ১ টেবিল চামচ, সামান্য হলুদের গুঁড়া এবং পরিমাণমতো ঠাণ্ডা দুধ মিশিয়ে প্যাক তৈরি করে নিন। প্যাকটি মুখে ও গলায় ম্যাসাজ করুন।

১৫ মিনিট পর ধুয়ে ফেলুন। এই প্যাক ত্বক পরিষ্কার করে ত্বকের উজ্জ্বলতা বাড়ায়।

আধা কাপ পরিমাণে পাকা পেঁপের টুকরোর সঙ্গে সামান্য চিনি মিশিয়ে একটি প্যাক তৈরি করে নিন। মুখে ও গলায় মেখে ১৫ মিনিট পর পানি দিয়ে ভালো করে ধুয়ে নিন।  


এই  স্ক্রাবগুলো ত্বকের পুষ্টি জোগায়, ত্বককে ময়েশ্চারাইজ করে এবং উজ্জ্বল রাখে।  


বাংলাদেশ সময়:  ১৬০৯ ঘণ্টা, অক্টোবর ১১, ২০১৯
এসআইএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।