ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

লাইফস্টাইল

খাওয়া ছাড়াও আপেলের ব্যবহার 

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৪ ঘণ্টা, অক্টোবর ৯, ২০১৯
খাওয়া ছাড়াও আপেলের ব্যবহার  আপেল

আমরা জানি, প্রতিদিন একটি আপেল খেলে ডাক্তারের কাছে যেতে হয় না। খাওয়া ছাড়াও সুস্বাদু ও পুষ্টিকর এই ফলটির রয়েছে আরও কিছু ব্যবহার। 

জেনে নিন: 
•    কেকে দেওয়ার গুঁড়া চিনি বা ব্রাউন সুগার জমে শক্ত হয়ে যায়। আর জমাট বাঁধবে না যদি প্লাস্টিকের প্যাকেটে চিনির গুঁড়ার সঙ্গে ছোট এক টুকরো আপেল রাখা হয়।

 


•    মুরগি রোস্ট করার সময় যদি বেশি শুকনো হয়ে যায়। সেক্ষেত্রে মুরগির মাংসের সঙ্গে এক টুকরো আপেল দিয়ে দিন। রোস্ট নরম থাকবে।  

•    রান্নার সময় কোনো খাবারে লবণ বেশি হয়ে গেলেও আপনি দু’ টুকরো আপেল দিয়ে দিন। বাড়তি লবণ টেনে নিয়ে আপেল আপনার রান্না করা খাবারের স্বাদ বাড়িয়ে দেবে।  


•    রূপচর্চায়ও পিছিয়ে নেই উপকারী ফলটি। আপেল স্লাইস করে কেটে বেটে মুখে দিয়ে ৫ মিনিট পর ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে ফেললে ত্বক হবে আরও সতেজ ও উজ্জ্বল।

বাংলাদেশ সময়: ১৭২৪ ঘণ্টা, অক্টোবর ০৯, ২০১৯
এসআইএস

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।