ঢাকা, বুধবার, ৩ বৈশাখ ১৪৩১, ১৭ এপ্রিল ২০২৪, ০৭ শাওয়াল ১৪৪৫

লাইফস্টাইল

শরতে সাজ-পোশাক

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪০ ঘণ্টা, আগস্ট ২৪, ২০১৯
শরতে সাজ-পোশাক সেজে উঠুর শরৎ-সাজে

মেঘের ভেলায় যদি যেতে চান কাশের মেলায়। তবে সেজে উঠুর শরৎ-সাজে। বর্ষা শেষে চারদিকে অপার সবুজের মাঝে সাদা কাশফুল নিয়ে আসে আনন্দের বার্তা। 

শরতে কেমন হবে সাজ-পোশাক: 

পরনের পোশাক- প্রকৃতির মতোই রাঙিয়ে নিন নিজেকে। নীল, সাদা আকাশ আর মাটিতে সবুজের সমাহার তাই পোশাকেও আনতে পারেন এই রংগুলো।

তবে রংধনুর যেকোনো রঙেই হয়ে উঠতে পারেন অনন্যা।  

আর সাজের সময়? ওমেন্স ওয়ার্ল্ডের সিইও বিউটি এক্সপার্ট ফারনাজ আলম বলেন, ত্বকে প্রথমে ময়েশ্চারাজার মেখে নিন, এবার ত্বকের রঙের সঙ্গে মিলিয়ে ফাউন্ডেশন মুখে ও গলায় লাগিয়ে একটা ভেজা স্পঞ্জ দিয়ে ভালোভাবে মিশিয়ে দিন। ফাউন্ডেশন দেয়ার পরও মুখে যদি ভাঁজ বা দাগ থাকে তাহলে কনসিলার ব্যবহার করুন। এবার কমপ্যাক্ট পাউডার দিন।  কাজল শুধু চোখের ভেতর লাগান, ওপরে আইলাইনার লাগান।  
সবশেষে মাশকারা লাগান।  লিপ পেন্সিল আউট লাইন এঁকে নিয়ে হালকা রঙের লিপগ্লস লাগিয়ে নিন।  

চুলগুলো? গরমের সময়ে হালকা করে পাঞ্চ ক্লিপ দিয়ে আটকেও দিন। আবার হাতখোঁপা করে তাতে ব্যবহার করতে পারেন তামা বা রুপার কাঁটা।

বাংলাদেশ সময়: ১৬৪০ ঘণ্টা, আগস্ট ২৪, ২০১৯
এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।