ঢাকা, বৃহস্পতিবার, ১ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৫ মে ২০২৫, ১৭ জিলকদ ১৪৪৬

লাইফস্টাইল

রক্তচাপ কমে গেলে 

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:০৭, মে ৯, ২০১৯
রক্তচাপ কমে গেলে  রক্তচাপ কমে গেলে

রোজায় সারাদিন পরে শরীর অনেক ক্লান্ত হয়ে যায়। এতে অনেকের রক্তচাপ কমে যেতে পারে। হঠাৎ করে অতিরিক্ত পরিশ্রম, দুশ্চিন্তা, ভয় ও স্নায়ুর দুর্বলতায়  প্রেসার লো হয়। 

এ অবস্থায় মাথা ঘোরে, কান্তিবোধ হয়, অজ্ঞান হয়ে যাওয়া, বুক  ধড়ফড়, অবসাদ ও দৃষ্টি ঝাপসা হয়ে আসে।  


রক্তচাপ কমে গেলে বাড়িতেই যা করতে হবে: 
 
•    বিশ্রাম নিতে নিন, ইফতারের সময়- 


•    প্রচুর পানি পান করুন


•    ক্যাফেইন সমৃদ্ধ পানীয় পান করুন (স্ট্রং কফি, হট চকোলেট, কমল পানীয়)

•    এক গ্লাস পানিতে দুই চা-চামচ চিনি ও এক-দুই চা-চামচ লবণ মিশিয়ে পান করুন 
•    ডায়াবেটিস থাকলে চিনি খাবেন না


•    আধা কাপ বাদাম খেতে পারেন 

•    নিয়মিত পান করুন বিটের রস হাই ও লো প্রেসারের জন্য সমান উপকারী


•    যদি প্রেসার বেশি কমে যায় তাহলে নড়াচড়া কম করবেন।

 

যদি পরপর কয়েকদিন উপসর্গগুলো দেখা যায় তবে অবহেলা না করে চিকিৎসকের পরামর্শ নিন।

বাংলাদেশ সময়: ১৭০৫ ঘণ্টা, মে ০৯, ২০১৯
এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।