ঢাকা, শুক্রবার, ২ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৬ মে ২০২৫, ১৮ জিলকদ ১৪৪৬

লাইফস্টাইল

এক তেলেই পাকা চুল কালো হয়!

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:৫৬, এপ্রিল ১৫, ২০১৯
এক তেলেই পাকা চুল কালো হয়! চুল কালো রাখতে

পরিবেশের দূষণ, খাদ্যাভ্যাস, অত্যাধিক মানসিক চাপ ও অনিয়ন্ত্রিত জীবনযাপনের ফলে অল্প বয়সেই চুল পেকে যেতে পারে। চুল কালো রাখতে অনেকেই রং করে নেন। নিয়মিত বাজারের এসব কেমিক্যাল পণ্য ব্যবহারে চুলের আরও ক্ষতি হতে পারে। কালো ঝলমলে, স্বাস্থ্যোজ্জ্বল চুল পেতে নির্ভর করুন প্রাকৃতিক উপাদানে। 

চুল কালো রাখার রসহ্য রয়েছে রান্নাঘরেই, কি হতে পারে! খুব সহজ, সরিষার তেল।  

জেনে নিন সরিষার তেল কীভাবে চুল কালো করে: 


•    সরিষার তেল অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ।

এটি ব্যবহারে চুলের গোড়া মজবুত হয় এবং চুলের স্বাস্থ্য ভালো থাকে  

•    এতে রয়েছে প্রাকৃতিক ফ্যাটি অ্যাসিড যা চুলের ফলিকল ও চুলের জন্য উপকারী 

•    জীবাণু ও সংক্রমণ প্রতিরোধেও চুলের বন্ধু সরিষার তেল

•    চুলের দ্রুত বৃদ্ধির জন্যও চাই সরিষার তেল

কীভাবে ব্যবহার করবেন? 


•    সরিষার তেল ২ কাপ,  নারকেল তেল ১ কাপ, মেথি গুঁড়া আধা কাপ একসঙ্গে মিশিয়ে এক সপ্তাহ রেখে দিন।  

•    সপ্তাহে দুই দিন এই তেল মেখে একঘণ্টা রেখে শ্যাম্পু করে নিন

•    মাত্র এক মাস ব্যবহারেই পার্থক্য বুঝতে পারবেন।  


পছন্দমতো কালো চুল পেতে খাবারেও নজর দিতে হবে। বাদাম, ডিম, দুধ, মাছ এবং সবুজ শাক-সবজি নিয়মিত খেতে হবে।  

 

বাংলাদেশ সময়: ১৭৫৭ ঘণ্টা, এপ্রিল ১৫, ২০১৯
এসআইএস   

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।