ঢাকা, শুক্রবার, ২১ অগ্রহায়ণ ১৪৩১, ০৬ ডিসেম্বর ২০২৪, ০৩ জমাদিউস সানি ১৪৪৬

লাইফস্টাইল

শীতের আয়োজনে

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৬ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০১৭
শীতের আয়োজনে শীতের আয়োজনে

নতুন বছরের শুরুর দিকে শীতের তীব্রতা বাড়তে পারে। এজন্য ফ্যাশন হাউসগুলো ব্যস্ত নতুন নতুন পোশাক তৈরিতে। তরুণদের কথা মাথায় রেখে ফ্যাশন হাউস দেশি কাপড় ও ডিজাইনে কাজ করা সাদাকালো এবং পাশ্চাত্য ঢং-এর তারুণ্য নির্ভর হাউস ইজির শীত কালেকশন সম্পর্কে জেনে নিন:  

ইজি 
হাউসটি বরবারই এগিয়ে রয়েছে ছেলেদের এক্সক্লুসিভ কালেকশনে। ইজির  উইন্টার কালেকশনে এবারের বিশেষ আয়োজনে ফুল হাতা টি শার্ট, ফুল হাতা পলো টি শার্ট,  ও  শার্ট।

 
 
এছাড়া হুডি, জ্যাকেট, সোয়েটার, কোট, জিন্স, গ্যাবার্ডিনসহ নানা ট্রেন্ডি পোশাকও রয়েছে।  

ঢাকা, চট্রগ্রাম, সিলেট, কুমিল্লা ,খুলনা ,বরিশাল ,বগুরা ,নরসিংদী ফেনী, নারায়নগন্জ মাইজদী সহ সারাদেশে ইজির  শোরুম রয়েছে।  
যোগাযোগ :০১৭১৫৭৩২৮০০।  

সাদাকালোশীতের আয়োজনে
সাদাকালো এনেছে বিভিন্ন ডিজাইনের খাদি পোশাক। এই পোশাকের মধ্যে রয়েছে শাল, মাফলার, ছেলেদের জন্য কটি, মেয়েদের জন্য লং কটি এবং খাদিতে তৈরি জ্যাকেট।  

সাদাকালোর সবগুলো শোরুমে রয়েছে পোশাকগুলো।  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।