ঢাকা, শুক্রবার, ৫ আশ্বিন ১৪৩১, ২০ সেপ্টেম্বর ২০২৪, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬

লাইফস্টাইল

লেয়ারিং শীত ফ্যাশন নিয়ে জেন্টল  পার্ক 

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৫ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০১৬
লেয়ারিং শীত ফ্যাশন নিয়ে জেন্টল  পার্ক  ছবি: জেন্টল পার্ক

পোশাক শৈলী তখনই স্বয়ংসম্পূর্ণ, যদি তাতে সমকালীন রুচির প্রকাশ ঘটে। একারণেই পাশ্চাত্য ট্রেন্ড অনুযায়ী লাইফস্টাইল স্টোর জেন্টল পার্ক শীতের জন্য আভিজাত্যের মিশেলে তৈরি করেছে ফেস্টিভ এবং স্ট্রিট ক্যাজুয়াল ফ্যাশন আউটফিট। 

পোশাক শৈলী তখনই স্বয়ংসম্পূর্ণ, যদি তাতে সমকালীন রুচির প্রকাশ ঘটে। একারণেই পাশ্চাত্য ট্রেন্ড অনুযায়ী লাইফস্টাইল স্টোর জেন্টল পার্ক শীতের জন্য আভিজাত্যের মিশেলে তৈরি করেছে ফেস্টিভ এবং স্ট্রিট ক্যাজুয়াল ফ্যাশন আউটফিট।

 

সর্বশেষ কালার চার্ট এবং প্যাটার্নে  তৈরি এসব বৈচিত্র্যপূর্ণ পোশাকে থাকছে  ডিজাইন, ফিটিংস ও কাপড়ের ভিন্নতা । তরুণ-তরুণীদের জন্য রেডি টু ওয়ার আউটফিট হিসেবে এবার শীতে থাকছে জ্যাকেট, ব্লেজার, কটি, সোয়েটার, ডেনিম ও শ্রাগ।  

লেয়ারিং ফ্যাশন ট্রেন্ডের আদলে শীত পোশাকে প্রাধান্য পেয়েছে নানা রঙ। হালকা  শহুরে শীতে পরার উপযোগী নিট কাপড়ের ইনার পলো, শ্রাগ ও টি-শার্টও থাকছে সববয়সীদের জন্য। তাইতো সারপ্রাইজ মূল্যছাড়সহ ডিজাইনার আউটফিটের খোঁজে ঢু মারতে পারেন ঢাকা, চট্টগ্রাম, কক্সবাজার, খুলনা, বগুড়াসহ দেশের ২৮ শোরুমে।

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।