ঢাকা, মঙ্গলবার, ৭ শ্রাবণ ১৪৩২, ২২ জুলাই ২০২৫, ২৬ মহররম ১৪৪৭

লাইফস্টাইল

অফিস থেকে উৎসবে...

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:০১, জুন ২৬, ২০১১
অফিস থেকে উৎসবে...

বাঙ্গালি উৎসব প্রিয়, আজ এখানে তো কাল ওখানে, অনুষ্ঠান লেগেই থাকে। অনেক ব্যস্ততার মধ্যেও সামাজিকতা রক্ষায়  অনুষ্ঠানে যেতেই হয়।

কর্মজীবীদের জন্য অফিসের পর সন্ধার উৎসবে যেতে হলে বাড়তি যত্ন নিতে হবে, সঙ্গে প্রস্তুতিও।  

উৎসবের ধরন বুঝে নির্দিষ্ট দিনে অফিসে যাওয়ার আগেই সব গুছিয়ে নিতে হবে। ঠাণ্ডা মাথায় আগের রাতেই ঠিক করে রাখুন কেমন করে উৎসবে যাবেন। সকালে সেই অনুযায়ী প্রস্তুত হয়ে বাড়ি থেকে বের হন।

সারা দিন অফিস করার পর কর্মক্ষেত্রের ক্লান্তি দূর করে সতেজ স্নিগ্ধ সাজে সময় মতো উৎসবে উপস্থিত হতে যা করতে হবে:

  • উৎসবে যাওয়ার পোশাক পরেই অফিসে যান
  • নারীকে শাড়িতে অনেক বেশি সুন্দর দেখায়, তাই শাড়ি বেছে নেওয়া যেতে পারে
  • এক্ষেত্রে জামদানি, ক্রেপ, জর্জেট বা ঐতিহ্যবাহী যে কোনো শাড়ি বেছে নিতে পারেন।
  • শাড়ির সঙ্গে হালকা হয়না পড়লে সৌন্দয্যে পূর্ণতা আসবে। সোনা, মুক্তা, হীরা বা পাথরের ছোট কানের টপ পরা যেতে পারে।
  • গলায় চিকন চেইনের সঙ্গে ছোট্ট লকেট বা পেনডেন্ট পরতে পারেন।
  • হাতে ব্রেসলেট বা এক হাতে ঘড়ি কিংবা দুটি চুড়ি পরলে ভালো দেখাবে

অফিস শেষে উৎসবের জন্য সাজগোজ:

  • ফেসওয়াশ বা ওয়েট টিস্যু দিয়ে মুখ পরিষ্কার করে নিন।
  • এবার শুষ্ক ত্বক হলে হালকা করে ময়েশ্চারাইজার ক্রিম লাগিয়ে নিতে পারেন।
  • এরপর কমপ্যাক্ট পাউডার মুখে ব্যবহার করুন।
  • চোখে কাজল, মাশকারা ও আইলাইনার লাগান।
  • যেকোনো হালকা রঙের লিপস্টিক বা লিপগ্লস দিয়ে ঠোঁট রাঙিয়ে নিন।
  • পোশাক ও পরিবেশের সঙ্গে সামঞ্জস্য রেখে ব্যাগ নিন ও জুতা পরুন।
  • ব্যাগে পারফিউম ও একটি চিরুনি রাখতে ভুলবেন না।
  • চুল ছেড়ে রাখতে পারেন। আর যদি চান ব্যান্ড দিয়ে আটকেও দিতে পারেন।

তানিয়া আফরিন পেশায় একজন সাংবাদিক, প্রায়ই তাকে অফিসের পরে বিভিন্ন পারিবারিক এবং সামাজিক উৎসবে যেতে হয়। অফিস থেকে উৎসব বাড়িতে যাওয়া প্রসঙ্গে তানিয়া বলেন, উৎসব বুঝে পোশাক বাড়ি থেকেই পরে নেই। আর সাজগোজের জন্য ছোট একটি বক্সে প্রয়োজনীয় সব কিছু এবং গয়না সঙ্গে আনি। অফিসের পর ঝটপট প্রস্তুত হয়ে নির্ধারিত সময়ে যেন উৎসবে যেতে পারি এজন্য একটু সময় নিয়ে বের হয়ে যাই।

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।