ঢাকা, মঙ্গলবার, ২২ বৈশাখ ১৪৩২, ০৬ মে ২০২৫, ০৮ জিলকদ ১৪৪৬

লাইফস্টাইল

শীত আসার আগেই নিন কানের যত্ন

লাইফস্টাইল ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৪৬, নভেম্বর ১২, ২০২৪
শীত আসার আগেই নিন কানের যত্ন

শীত মৌসুম এলেই কানে ব্যথায় কাবু হয়ে পড়েন অনেকেই। কোনোভাবেই ব্যথার হাত থেকে নিষ্কৃতি পাওয়া যায় না।

তাই শীতকাল অনেকের কাছেই একরাশ আতঙ্ক বয়ে নিয়ে আসে। এই ব্যথা কান থেকে ছড়ায় মাথায়। তখন ব্যথার তীব্রতা দ্বিগুণ হয়। কোনোভাবেই সহ্য করা যায় না। অনেকেই তখন ভরসা রাখেন ওষুধে। তবে ব্যথার ওষুধ কম খাওয়া জরুরি। তার চেয়ে ঘরোয়া টোটকার দ্বারস্থ হওয়া যেতে পারে। রইল তেমনই কয়েকটি ঘরোয়া টোটকার খোঁজ।

কানে ব্যথা সারাতে ভাল কাজ করে অলিভ অয়েল। কানে ব্যথা করলে তিন থেকে চার ফোঁটা অলিভ ঢেলে দিন। অথবা অলিভ অয়েলে তুলায় ভিজিয়ে কানের ফুটোয় চেপে রাখুন। এতে ব্যথা অনেকটা কমে। তাছাড়া অলিভ অয়েল অত্যন্ত উপকারী।

যেকোনো ব্যথা বেদনা উপশমে ভালো কাজ করে রসুন। দুই টেবিল চামচ তিলের তেলের মধ্যে এক চা চামচ থেঁতো করা রসুন দিয়ে ফুটিয়ে নিন। এই তেল ঠান্ডা করে দুই থেকে তিন ফোঁটা কানে ঢালুন। ব্যথা কমে যাবে।

পেঁয়াজ রস গরম করে দুই থেকে তিন ফোঁটা কানে ঢালুন। অথবা পেঁয়াজ থেঁতো করে পাতলা কাপড়ে জড়িয়ে কানে চেপে ধরে থাকুন। তাতে ব্যথা কমবে। স্বস্তি মিলবে দ্রুত।

বাংলাদেশ সময়: ১৬৪৬ ঘণ্টা, নভেম্বর ১২, ২০২৪
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।