ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

আইন ও আদালত

ওয়াসার সাবেক কর্মকর্তার ৪ বছর কারাদণ্ড

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৪ ঘণ্টা, জুলাই ২৭, ২০২২
ওয়াসার সাবেক কর্মকর্তার ৪ বছর কারাদণ্ড

ঢাকা: ঘুষ গ্রহণের মামলায় ওয়াসার সাবেক ফিল্ড অফিসার খন্দকার জাহিদুর রহমানকে চার বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।  একইসঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

বুধবার (২৭ জুলাই) ঢাকার বিশেষ জজ আদালত-৯ এর বিচারক শেখ হাফিজুর রহমান এ রায় দেন।  

এছাড়া রায়ে জব্দ থাকা ঘুষের দুই লাখ টাকা অভিযোগকারী আশেক ছাদেক চৌধুরীকে ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।

রায় ঘোষণার সময় আসামি জাহিদুর রহমান আদালতে উপস্থিত ছিলেন। রায় ঘোষণার পর সাজা পরোয়ানা দিয়ে তাকে কারাগারে পাঠানো হয়।

মামলার নথি থেকে জানা যায়, রাজধানীর উত্তরখান এলাকার দোবাদিয়া সাইনবোর্ড এলাকায় ৩৪৭৬/২৭২৭ দাগের জমিতে স্থাপিত গভীর নলকূপের বিল জারিপূর্বক নিয়মিতকরণের জন্য আশেক ছাদেক চৌধুরী নামের একজনের কাছ থেকে দুই লাখ টাকা ঘুষ গ্রহণ করেন জাহিদুর রহমান। ২০১৮ সালের ২৬ জুন ঘুষের টাকাসহ তাকে আটক করে দুদক।

এ ঘটনায় দুদকের সহকারী পরিচালক মো. মনিরুল ইসলাম রাজধানীর উত্তরা পূর্ব থানায় ওই দিনই মামলা করেন। মামলার তদন্তের পর ২০১৮ সালের ৩০ অক্টোবর আদালতে চার্জশিট দাখিল করেন দুদকের সহকারী পরিচালক মো. আব্দুল ওয়াদুদ।

বাংলাদেশ সময়: ১৯৫৪ ঘণ্টা, জুলাই ২৭, ২০২২
কেআই/ইআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।